কলকাতা, 16 এপ্রিল : পুরুলিয়ার ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের (Jhalda Congress Councilor Murder Case) ঘটনায় পুলিশের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল ৷ ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষের হুমকি ফোনের একটি অডিয়োও ভাইরাল হয় খুনের পরপরই ৷ কিন্তু সেই অডিয়ো-তে কি সত্যিই সঞ্জীব ঘোষের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, তা নিয়ে নিশ্চিত হতে চায় সিবিআই ৷ সেই কারণে এবার সঞ্জীব ঘোষের ব্যবহৃত মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো (CBI wants to seize Jhalda IC Mobile Phone in Tapan Kandu Murder Case) ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, তপন কান্দুর খুনের কয়েকদিন পরই একটি অডিয়ো ভাইরাল হয় ৷ সেই অডিয়োতে দু’জনের কথোপকথন ছিল ৷ তপন কান্দুর পরিবারের দাবি, ওই অডিয়োর একপ্রান্তে তাঁদের পরিবারের এক সদস্য ছিলেন ৷ অন্যদিকে ছিলেন ঝালদার আইসি সঞ্জীব ঘোষ ৷ ওই অডিয়োতে তপন কান্দুর পরিবারের সদস্যকে হুমকি দিতে শোনা যায় ৷ তৃণমূলে যোগ না দিলে আইনি জটিলতায় ফেলে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয় ৷ তপন কান্দুর পরিবারের দাবি, ওই হুমকি দিয়েছিলেন ঝালদা থানার আইসি ৷