কলকাতা, 31 মার্চ : বগটুই কাণ্ডে সিবিআইয়ের নজরে রামপুরহাট থানার প্রাক্তন আইসি ত্রিদীপ প্রামাণিক ৷ আগুনে পুড়িয়ে মারার ঘটনার রাতে তিনিই রামপুরহাট থানার দায়িত্বে ছিলেন ৷ তাঁকে ইতিমধ্যেই একদফা জেরা করে ফেলেছে কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো ৷ তবে তদন্তকারীরা তাঁকে আরও একবার জেরা করতে চান (CBI wants to Interrogate Former Rampurhat IC in Rampurhat Massacre Case) ৷ এমনকী তাঁর ফোনও পরীক্ষা করে দেখা হতে পারে ৷ তাই তাঁকে ফের সমন পাঠানোর তোড়জোড় শুরু করেছে সিবিআই ৷
সিবিআইয়ের একটি সূত্র থেকে জানা গিয়েছে, এই ঘটনায় রামপুরহাটের আইসি ত্রিদীপ প্রামাণিকের ভূমিকা সন্দেহজনক ৷ প্রথমবার তাঁকে জিজ্ঞাসাবাদ করে সন্তুষ্ট হতে পারেননি তদন্তকারীরা ৷ সেই কারণেই ফের জিজ্ঞাসাবাদের পাশাপাশি ওই পুলিশ আধিকারিকের ফোনও পরীক্ষা করে দেখার পরিকল্পনা করা হয়েছে (CBI Wants to Check Rampurhat ICs Mobile Phone) ৷
সিবিআইয়ের ওই সূত্রের দাবি, ত্রিদীপের ফোনের সূত্র থেকেই বগটুই-কাণ্ডের (Rampurhat Massacre) অনেক রহস্যের জট খুলতে পারে ৷ প্রাথমিক তদন্তের পর সিবিআই জানতে পেরেছে যে সেই রাতে রাজনৈতিক এক প্রভাবশালীর ফোন এসেছিল ত্রিদীপের কাছে ৷ সেই ফোনের ওপারে কে ছিলেন (CBI wants to know if there was any telephonic instruction by any political leader given to the police on Rampurhat Massacre Night) ? তিনি কী নির্দেশ দিয়েছিলেন ? আপাতত সিবিআই আধিকারিকরা জানার চেষ্টা করছেন ৷ ত্রিদীপকে আরও একবার জেরা করলে বিষয়টি স্পষ্ট হবে বলে জানা গিয়েছে ৷