পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Post Poll Violence Case : 'ভোট পরবর্তী হিংসা' মামলায় হাজিরার জন্য অনুব্রতকে সময় দিতে চায় সিবিআই - Post Poll Violence

অনুব্রত মণ্ডলকে আরও কিছুদিন সময় দিতে চাইছে সিবিআই ৷ 'ভোট পরবর্তী হিংসা'র মামলায় নিজাম প্যালসে তাঁর হাজিরার সময়ের মেয়াদ বাড়াচ্ছে সিবিআই (CBI Wants to Give More Time to Anubrata Mandal in Post Poll Violence Case) ৷ অর্থাৎ, অনুব্রত মণ্ডল শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে যে সময় চেয়েছিলেন, তা কার্যত মঞ্জুর করতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷

CBI Wants to Give More Time to Anubrata Mondal in Post Poll Violence Case
CBI Wants to Give More Time to Anubrata Mondal in Post Poll Violence Case

By

Published : May 7, 2022, 4:56 PM IST

কলকাতা, 7 মে : ভোট পরবর্তী হিংসার মামলায় বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে সময় দিতে চায় সিবিআই (CBI Wants to Give More Time to Anubrata Mandal in Post Poll Violence Case) ৷ অর্থাৎ, এখনই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে চাইছে না সিবিআই ৷ কিন্তু প্রশ্ন হচ্ছে কেন ? সিবিআই সূত্রে খবর, বর্তমানে ভোট-পরবর্তী হিংসার মামলায় অনুব্রত মণ্ডলের রক্ষাকবচ রয়েছে ৷

তাছাড়াও, অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় সিবিআই দফতরে এসে জিজ্ঞাসাবাদের সম্মুখীন তিনি হতে পারবেন না ৷ আইনজীবী মারফত এ কথা তিনি সিবিআই-কে ইতিমধ্যে জানিয়েছেন ৷ সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের তরফে যে চার সপ্তাহের সময়সীমা চাওয়া হয়েছিল, তা শেষ হতে আর কয়েকটা দিন বাকি রয়েছে ৷ সিবিআই চাইছে তাঁকে দেওয়া সেই সময় শেষ হলেই ফের হাজিরার নোটিস পাঠানো হবে ৷ আর সেই সময়ে অনুব্রত মণ্ডল সিবিআই দফতরে হাজিরা না-দিলে হাইকোর্ট যাবে সিবিআই ৷

আরও পড়ুন : Anubrata Mondal Skips CBI Summons : বাড়িতে অক্সিজেন সাপোর্টে অনুব্রত, আজও এড়াবেন সিবিআই হাজিরা ?

তখন তদন্তকারীরা আদালতে বলতে পারবেন যে, একাধিকবার অনুব্রত মণ্ডলকে সমন পাঠানোর পরেও তিনি সিবিআই দফতরে গরহাজির থেকেছেন ৷ অর্থাৎ, তিনি তদন্তে সহযোগিতা করছেন না ৷ তখনই সিবিআই আদালতে অনুব্রত মণ্ডলকে হেফাজতে চেয়ে আবেদন করবে ৷ আর যুক্তি দেওয়া হবে, যেহেতু অনুব্রত মণ্ডল তদন্তে সহযোগিতা করছেন না ৷ তাই তাঁকে সিবিআই এর হেফাজতে নিতে অনুমতি দেওয়া হোক ৷

ABOUT THE AUTHOR

...view details