কলকাতা, 15 জুন: কয়লা পাচার কাণ্ডে (Coal smuggling case) ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে (CBI to interrogate Saokat Molla) আজ জিজ্ঞাসাবাদ করবে সিবিআই । আজ নির্ধারিত সময়ের 45 মিনিট পর তিনি নিজাম প্যালেসে পৌঁছেছেন ৷
গত কয়েক সপ্তাহ আগে সিবিআই-এর তরফে শওকত মোল্লাকে নোটিশ দিয়ে তলব করা হয়েছিল । কিন্তু সে বার তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন । আইনজীবী মারফত তিনি সিবিআই-এর কাছ থেকে সময় চেয়ে নিয়েছিলেন । এর পরেই তাঁকে দ্বিতীয়বারের জন্য নোটিশ পাঠায় সিবিআই ৷ আজ নিজাম প্যালেসে তলব করা হয় তাঁকে (Saokat Molla)।
আরও পড়ুন:CBI Summons Saokat Molla : কয়লা পাচার কাণ্ডে শওকত মোল্লাকে ফের তলব করল সিবিআই
আসানসোল-রানিগঞ্জ এলাকার বিভিন্ন কয়লা খাদান থেকে একাধিকবার বেআইনি ভাবে কয়লা উত্তোলন করে রাজ্যের অন্যান্য জায়গায় সরবরাহ করা হয়েছিল বলে সিবিআই জানতে পেরেছে । যেখানে যেখানে সেই কয়লা সরবরাহ করা হয়েছিল তার মধ্যে অন্যতম হল দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্ব এলাকা । তদন্ত করে সিবিআই-এর গোয়েন্দারা জানতে পেরেছেন, ক্যানিং পূর্ব অঞ্চলে একাধিক ইটভাটা রয়েছে । এই সব ইটভাটার সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে শওকত মোল্লার । ফলে সংশ্লিষ্ট ইটভাটাগুলিতে বেআইনি ভাবে উত্তোলন করা কয়লার জ্বালানি ব্যবহার করা হয়েছিল বলে সিবিআই-এর অনুমান । ফলে সেই কয়লা কেন বেআইনি ভাবে ইটভাটাগুলিতে কাজে লাগানো হল, তা জানার জন্যই ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছে সিবিআই ।