পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Anubrata Mondal কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর আজ ফের জেরা শুরু হবে অনুব্রতর - অনুব্রত মণ্ডল

আদালতের (CBI) নির্দেশ মতো আজ কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর নিজাম প্যালেসে (CBI to interrogate Anubrata Mondal) ফের জেরা পর্ব শুরু হবে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)৷

CBI to interrogate Anubrata Mondal after his health check up
কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর নিজাম প্যালেসে ফের জেরা শুরু হবে অনুব্রতর

By

Published : Aug 22, 2022, 10:21 AM IST

কলকাতা, 22 অগস্ট: আজ দিনের প্রথমার্ধে অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষার পর নিজাম প্যালেসে দফায় দফায় শুরু হবে তাঁর জেরা পর্ব (CBI)। কারণ এখনও পর্যন্ত সে ভাবে মুখ খুলতে চাননি বীরভূম তৃণমূলের জেলা সভাপতি (CBI to interrogate Anubrata Mondal)। সিবিআই সূত্রের খবর, অনুব্রতর একাধিক ক্রনিক অসুখ রয়েছে (Anubrata Mondal)। তার জন্যই আসানসোলের বিশেষ আদালতের নির্দেশে 48 ঘণ্টা অন্তর তাঁর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে ।

অনুব্রত মণ্ডলের বিভিন্ন ক্রনিক রোগের মধ্যে অন্যতম হল তাঁর হার্টে 70 শতাংশ ব্লকেজ রয়েছে ৷ পাশাপাশি তাঁর বর্তমানে ওজন 112 কেজি । তিনি ওবেসিটি জনিত রোগেও ভুগছেন ৷ ফলে এ রকম একজন রোগীকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে জেরা করতে হচ্ছে সিবিআইকে ।

আরও পড়ুন:হোয়াট্সঅ্যাপ কলে এনামুল, সায়গলের সঙ্গে কথা বলতেন অনুব্রত, অনুমান গোয়েন্দাদের

আজ অনুব্রত মণ্ডলকে আলিপুর কমান্ড হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে । পরে সেখান থেকে নিজাম প্যালেসে ফিরে এসে তাঁকে লাগাতার জেরা করবেন গোয়েন্দারা । বীরভূমের বিভিন্ন জায়গা থেকে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির সম্পত্তির হদিশ পেয়েছেন গোয়েন্দারা । এ ছাড়াও বিভিন্ন কোম্পানিতে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল ডিরেক্টর পদে রয়েছেন ৷ একজন জনপ্রতিনিধি হয়ে কীভাবে অনুব্রত মণ্ডল এই কোটি কোটি টাকার মালিক হলেন, সেই সব তথ্য জানতে চান সিবিআই-এর গোয়েন্দারা । পাশাপাশি অনুব্রত মণ্ডল গরু পাচারের ঘটনায় অভিযুক্তদের সাহায্য করতেন এমন প্রমাণও পেয়েছেন গোয়েন্দারা । ফলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা ।

ABOUT THE AUTHOR

...view details