কলকাতা, 9 জুন : দ্বীপরাষ্ট্র ভানুয়াতু (Vanuatu) থেকে কয়লা ও গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রকে দেশে ফেরাতে ইন্টারপোলের সাহায্য নিচ্ছে সিবিআই (CBI) ৷ ইতিমধ্যেই সিবিআইয়ের এই আবেদনে সাড়া দিয়ে পলাতক বিনয় মিশ্রের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছে ইন্টারপোল (Interpol) ৷
পাশাপাশি, এই বিষয়ে দিল্লিতে সিবিআইয়ের সদর দফতরের কর্তাদের সঙ্গে পশ্চিমবঙ্গে তদন্তকারী দলের ভার্চুয়াল বৈঠকও হয়েছে ৷ সূত্রের খবর, এই বৈঠকে বিনয় মিশ্রকে নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ একইসঙ্গে, এই তদন্ত প্রক্রিয়া নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রককেও চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ তাতে বিনয় মিশ্রের বর্তমান ঠিকানা এবং কয়লা ও গরু পাচার কাণ্ডে তাঁর নাগাল পাওয়াটা কতটা জরুরি, তার ব্যাখ্যা দেওয়া হয়েছে ৷
প্রসঙ্গত, ভারত থেকে পালিয়ে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্রে গা-ঢাকা দিয়েছেন বিনয় মিশ্র ৷ এমনকী, ভানুয়াতুর নাগরিকত্বও নিয়েছেন তিনি ৷ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে কয়লা ও গরু পাচারের তদন্তে নেমে বিনয়ের বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ নথি পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ আর এবার তাঁকে ধরতে ইন্টারপোলের শরণাপন্ন হলেন তাঁরা ৷ বিষয়টি নিয়ে বিদেশ মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হচ্ছে ৷