কলকাতা, 25 জানুয়ারি : ফের বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে তলব করল সিবিআই ৷ এই নিয়ে তৃতীয়বার তাঁকে তলব করল তারা ৷ প্রথমে কয়লা পাচারকাণ্ডে তাঁকে ডাকা হয়েছিল ।
সিবিআই সূত্রের খবর, প্রথম দিন বিকাশকে গোরু পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল । সেদিন তাঁকে করা বেশ কিছু প্রশ্নের উত্তর অধরা থেকে গিয়েছে । সিবিআই আধিকারিকরা জানিয়েছেন, কয়লা পাচার থেকে গোরু পাচারের মতো ঘটনায় জড়িত বিকাশ । আরও বেশ কিছু তথ্যপ্রমাণ লোপাট করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে । পাশাপাশি যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রকে একাধিকবার নোটিশ পাঠিয়েও তার নাগাল পাননি সিবিআই আধিকারিকরা । ফলে বর্তমানে বিনয় মিশ্র কোথায় রয়েছে তাও জানার চেষ্টা করা হতে পারে ।