পশ্চিমবঙ্গ

west bengal

CBI Summons Anubrata on Post Poll Violence Case : অনুব্রতকে সিবিআইয়ের জোড়া চাপ, ভোট পরবর্তী হিংসা মামলাতেও তলব

By

Published : Apr 23, 2022, 5:52 PM IST

Updated : Apr 23, 2022, 8:36 PM IST

তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) সিবিআইয়ের তরফে জোড়া চাপ দেওয়া হল ৷ একদিকে তাঁকে গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) জেরা করার জন্য নোটিশ দেওয়া হল ৷ অন্যদিকে নোটিশ দেওয়া হল ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence Case) মামলাতেও ৷ আগামিকাল তাঁকে এই মামলায় হাজিরা দিতে বলা হয়েছে ৷

cbi-summons-tmcs-anubrata-mondal-in-post-poll-violence-case
CBI Summons Anubrata on Post Poll Violence Case : অনুব্রতকে সিবিআইয়ের জোড়া চাপ, ভোট পরবর্তী হিংসা মামলাতেও তলব

কলকাতা, 23 এপ্রিল : জোড়া চাপে অনুব্রত মণ্ডল ৷ গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) তাঁকে তলব করেও থামল না সিবিআই ৷ একই সঙ্গে ভোট পরবর্তী হিংসা মামলাতেও (Post Poll Violence Case) তাঁকে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো (CBI) ৷ আগামিকাল দুপুরের মধ্যেই তাঁকে সিবিআইয়ের দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে (CBI Summons TMCs Anubrata Mondal in Post Poll Violence Case) ৷

এর আগে গরুপাচার কাণ্ড নিয়ে সিবিআই ও অনুব্রত মণ্ডলের মধ্যে টানাপোড়েন চলেছে বেশ কিছুদিন ধরে ৷ তাঁকে একাধিকবার নোটিস পাঠিয়েছে তারা ৷ কিন্তু কোনওবারই সিবিআইয়ের সামনে হাজির হননি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ প্রতিবারই বিভিন্ন কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়েছেন ৷ এমনকি, কলকাতা হাইকোর্ট থেকে রক্ষাকবচ নিয়েছিলেন ৷

অনুব্রত মণ্ডলের ফ্ল্যাটে সিবিআই

তার পর আদালতও অনুব্রতকে সিবিআইয়ের সামনে হাজির হওয়ার নির্দেশ দেন ৷ তার পর সিবিআইয়ের কাছে হাজির হওয়ার জন্য কলকাতায় আসেন ৷ কিন্তু শেষ মুহূর্তে অসুস্থতা বোধ করা হয় ভর্তি হন কলকাতার এসএসকেএম হাসপাতালে ৷ গতকাল রাতে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয় ৷

এসএসকেএমে ভর্তি থাকাকালীন আইনজীবী মারফত সিবিআইয়ের কাছে তিনি চার সপ্তাহের সময় চেয়েছিলেন ৷ কিন্তু সিবিআই কোনও সময় দেয়নি ৷ ফলে অনুব্রত হাসপাতাল থেকে বাড়ি ফিরতেই তাঁকে ফের তলব করে সিবিআই ৷

এই খবর সামনে আসতেই হইচই পড়ে যায় রাজ্য রাজনীতিতে ৷ আর তার মধ্যেই আরও একটি নোটিস অনুব্রত মণ্ডলকে পাঠিয়ে দেয় সিবিআই ৷ এবার সিবিআই-এর আধিকারিকরা পৌঁছে যান বিধাননগরের চিনার পার্কে অনুব্রত মণ্ডলের ফ্ল্যাটে ৷ সেখানেই তাঁকে ভোট পরবর্তী হিংসা মামলায় হাজিরার নোটিস দেওয়া হয় ৷

অনুব্রতকে সিবিআইয়ের জোড়া চাপ, ভোট পরবর্তী হিংসা মামলাতেও তলব

সিবিআই সূত্রে খবর, বীরভূমের বিজেপির নেতা গৌরব সরকার খুনের ঘটনায় অনুব্রতকে জেরা করতে চেয়ে আগেও নোটিশ দেওয়া হয়েছিল ৷ কিন্তু তিনি হাজিরা দেননি ৷ জানা গিয়েছে, যে ঘটনায় অনুব্রতকে জেরা করতে চায় সিবিআই, তার এফআইআর-এ তাঁর নাম নেই ৷ কিন্তু এই ঘটনায় যেহেতু কাঠগড়ায় রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস ৷ তাই অনুব্রত মণ্ডল এই ঘটনায় কী কী জানেন, তা জানতে চান সিবিআইয়ের গোয়েন্দারা ৷

তাৎপর্যপূর্ণভাবে অনুব্রতকে গরুপাচার মামলায় সিবিআইয়ের নিজাম প্যালেসের দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল ৷ আর ভোট পরবর্তী হিংসা মামলায় তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে বিধাননগরের সিজিও কমপ্লেক্সে সিবিআই-এর দফতরে ৷

এদিকে এদিন অনুব্রত সিবিআইয়ের কাছে যাননি ৷ তিনি আইনজীবী মারফত জানিয়েদেন যে চিকিৎসকরা তাঁকে চার সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন ৷ তাই আগামিকালও কি তিনি হাজিরা দেবেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেল ৷

আরও পড়ুন :CBI Summons Anubrata : হাসপাতাল থেকে ছাড়া পেতেই অনুব্রতকে ফের তলব সিবিআইয়ের

Last Updated : Apr 23, 2022, 8:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details