কলকাতা, 16 মে : কাঁকুড়গাছিতে ভোট-পরবর্তী হিংসায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যুর ঘটনায় এবার তৃণমূল বিধায়ক পরেশ পালকে তলব করল সিবিআই ৷ সিজিও কমপ্লেক্সের বাইরে নিহত বিজেপি কর্মীর পরিবারের সদস্য এবং বন্ধুদের লাগাতার ধরনার পর অবশেষে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব বেলেঘাটার বিধায়ককে (CBI Summons TMC MLA Paresh Paul in BJP worker death incident) ৷ সঙ্গে তলব করা হয়েছে স্বপন সমাদ্দারকেও ৷
অভিজিৎ সরকারের মৃত্যু তদন্তে নেমে একাধিকবার পরেশ পালের যোগ পায় সিবিআই ৷ তারই পরিপ্রেক্ষিতে আগামিকাল অর্থাৎ, 17 মে সল্টলেক সিজিও কমপ্লেক্স তলব করল পরেশ পাল এবং স্বপন সমাদ্দারকে ৷ তাদের বয়ান রেকর্ড করা হবে বলে খবর সিবিআই সূত্রে ৷ উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পর কলকাতায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃতদেহ উদ্ধার হয়। সেই ঘটনায় অভিযোগ ওঠে শাসক দলের সমর্থকদের বিরুদ্ধে।