পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

CBI Summons Paresh Paul : ভোট-পরবর্তী হিংসা মামলায় পরেশ পালকে তলব সিবিআইয়ের

সিজিও কমপ্লেক্সের বাইরে নিহত বিজেপি কর্মীর পরিবারের সদস্য এবং বন্ধুদের লাগাতার ধরনার পর অবশেষে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব বেলেঘাটার বিধায়ককে (CBI Summons TMC MLA Paresh Paul in BJP worker death incident) ৷ সঙ্গে তলব করা হয়েছে স্বপন সমাদ্দারকেও ৷

By

Published : May 16, 2022, 3:18 PM IST

CBI Summons Paresh Pau
ভোট-পরবর্তী হিংসা মামলায় পরেশ পালকে তলব সিবিআইয়ের

কলকাতা, 16 মে : কাঁকুড়গাছিতে ভোট-পরবর্তী হিংসায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যুর ঘটনায় এবার তৃণমূল বিধায়ক পরেশ পালকে তলব করল সিবিআই ৷ সিজিও কমপ্লেক্সের বাইরে নিহত বিজেপি কর্মীর পরিবারের সদস্য এবং বন্ধুদের লাগাতার ধরনার পর অবশেষে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব বেলেঘাটার বিধায়ককে (CBI Summons TMC MLA Paresh Paul in BJP worker death incident) ৷ সঙ্গে তলব করা হয়েছে স্বপন সমাদ্দারকেও ৷

অভিজিৎ সরকারের মৃত্যু তদন্তে নেমে একাধিকবার পরেশ পালের যোগ পায় সিবিআই ৷ তারই পরিপ্রেক্ষিতে আগামিকাল অর্থাৎ, 17 মে সল্টলেক সিজিও কমপ্লেক্স তলব করল পরেশ পাল এবং স্বপন সমাদ্দারকে ৷ তাদের বয়ান রেকর্ড করা হবে বলে খবর সিবিআই সূত্রে ৷ উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পর কলকাতায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃতদেহ উদ্ধার হয়। সেই ঘটনায় অভিযোগ ওঠে শাসক দলের সমর্থকদের বিরুদ্ধে।

আরও পড়ুন : সাংসদ-বিধায়কের সঙ্গে বৈঠকে বউবাজারের ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চাইল কেএমআরসিএল

যদিও পরবর্তীতে তদন্ত প্রক্রিয়ায় ভাঁটা পড়ার অভিযোগে ওঠে নিহত কর্মীর পরিবারের তরফে ৷ সিজিও কমপ্লেক্সের বাইরে লাগাতার ধরনায় বসে অভিজিৎ সরকারের দাদা। এরপরই সিবিআইকে ঘটনার তদন্তে ফের সক্রিয় হতে দেখা গেল। এদিকে তৃণমূলের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরেশ পালকে তলব করা হয়েছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details