পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

CBI Summons Saokat Molla : কয়লা পাচার কাণ্ডে শওকত মোল্লাকে ফের তলব করল সিবিআই - শওকত মোল্লা

15 জুন ফের শওকত মোল্লাকে তলব করল সিবিআই (CBI summons Saokat Molla) ৷ এর আগে 27 মে তৃণমূল বিধায়ককে তলব করেছিল সিবিআই (Coal scam case)৷

Again CBI summons Saokat Molla in Coal scam case
Again CBI summons Saokat Molla in Coal scam case

By

Published : Jun 9, 2022, 6:16 PM IST

কলকাতা, 9 জুন : আগামী 15 জুন ফের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে দ্বিতীয়বারের জন্য তলব করল সিবিআই (Again CBI summons Saokat Molla) । প্রথমবার তাঁকে তলব করা হয়েছিল কিন্তু সেই সময় একাধিক অছিলায় নিজের হাজিরা এড়িয়ে যান শওকত মোল্লা । তবে এবারেও তিনি নিজাম প্যালেসে আসবেন কি না, সেই বিষয়ে এখনও পরিষ্কারভাবে কিছু জানা যায়নি ।

কয়লা পাচার কাণ্ডে (Coal scam case) তদন্তে নেমে এ রাজ্যের একাধিক জেলায় ও শহরের বহু জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআই আধিকারিকরা । পাশাপাশি একাধিক কয়লা ব্যবসায়ী এবং কয়লা মাফিয়াকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সিবিআইয়ের গোয়েন্দারা জানতে পারেন, রানীগঞ্জ-আসানসোল হয়ে বেআইনিভাবে কয়লা খাদান থেকে কয়লা তুলে বিভিন্ন জায়গায় পাচার করা হত । তার মধ্যে অন্যতম জায়গা হল দক্ষিণ 24 পরগনার ক্যানিং এলাকায় । যেহেতু ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা(Saokat Molla) ফলে সিবিআই গোয়েন্দাদের দাবি, এই ক্ষেত্রে তাঁকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন ।

আরও পড়ুন :Saokat Molla avoids CBI attendance: সিবিআইয়ের সমন এড়ালেন শওকত মোল্লা, চাইলেন আরও 15 দিন সময়

ইতিমধ্যেই কয়লা পাচার কাণ্ডে অনুপ মাঝি থেকে শুরু করে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা । ফলে সেই কয়লা পাচারের টাকা থেকে কারা কারা লাভবান হয়েছিলেন, সেই তালিকা এখন বের করতে চান তদন্তকারী আধিকারিকরা । মূলত সিবিআই জানতে চাই, ক্যানিং পূর্বে বেশ কিছু ইটভাটা রয়েছে, আদৌ বেআইনিভাবে কয়লা সেখানকার বিভিন্ন ইটভাটায় কাজে লাগানো হয়েছিল কি না ৷

ABOUT THE AUTHOR

...view details