পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

CBI Summons Rohit Sharma নিয়োগ দুর্নীতিকাণ্ডে রোহিত শর্মাকে নিজাম প্যালেসে তলব সিবিআইয়ের

এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে (SSC Recruitment Scam) রোহিত শর্মা নামে এক যুবককে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ (CBI Summons Rohit Sharma) দিল সিবিআই ৷ বুধবার সকালে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে ৷

By

Published : Aug 30, 2022, 12:59 PM IST

CBI Summons Rohit Sharma in SSC Recruitment Scam
CBI Summons Rohit Sharma in SSC Recruitment Scam

কলকাতা, 30 অগস্ট: এ বার এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে রোহিত শর্মাকে তলব করল সিবিআই (CBI Summons Rohit Sharma) ৷ আগামিকাল অর্থাৎ, বুধবার সকালবেলা নিজাম প্যালেসে সিবিআই দফতরে আসতে বলা হয়েছে তাঁকে ৷ ব্যাপারটা শুনতে অদ্ভুত লাগলেও এটা বাস্তব ৷ কিন্তু, এই রোহিত শর্মার সঙ্গে 22 গজের কোনও সম্পর্ক নেই ৷ এর কারণ এই রোহিত শর্মা আদতে প্রসন্ন রায়ের কোম্পানিতে কর্মরত এক ব্যক্তি ৷

মূলত প্রসন্নর ট্রান্সপোর্টের ব্যবসার দেখাশোনা করতেন রোহিত শর্মা নামে ওই যুবক ৷ শিক্ষা দুর্নীতিকাণ্ডে ধৃত প্রসন্ন রায়ের নিউটাউনের অফিসে তল্লাশি চালিয়ে একাধিক কাগজপত্র উদ্ধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ সেখান থেকেই জানা যায়, ধৃত প্রসন্ন রায়ের একাধিক ব্যবসা রয়েছে এবং সেগুলির মধ্যে অন্যতম, ট্যুর এন্ড ট্র্যাভেলসের ব্যবসা ৷ কিন্তু, তদন্তে নেমে সিবিআই এর গোয়েন্দারা জানতে পারেন, ট্যুর এন্ড ট্র্যাভেলসের পাশাপাশি প্রসন্নর ট্রান্সপোর্টের ব্যবসাও 2014 সাল থেকে ফুলেফেঁপে উঠেছে ৷

মূলত এসএসসি ভবনের একাধিক উচ্চপদস্থ আধিকারিকদের জন্য প্রসন্নর সংস্থা থেকেই গাড়ি ভাড়ায় নেওয়া হত ৷ সিবিআইয়ের অনুমান, সেখানেও একটি দুর্নীতি হয়েছে ৷ ইতিমধ্যেই এসএসসি দুর্নীতিকাণ্ডে (SSC Recruitment Scam) রাজ্যের তৎকালীন এসএসসি-র উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং আধিকারিক অশোক সাহাকে গ্রেফতার করেছে সিবিআই ৷ গোয়েন্দারা জানতে পেরেছেন, বিভিন্ন সময়ে এই প্রসন্ন রায়ের সংস্থার এসইউভি গাড়ি চড়তেন শান্তিপ্রসাদ সিনহা ৷ ফলে সিবিআইয়ের অনুমান, এই ট্রান্সপোর্টের ব্যবসার সঙ্গে এসএসসি দুর্নীতিকাণ্ডের একটি যোগ রয়েছে ৷ সেই তদন্তেই সিবিআই আধিকারিকরা রোহিত শর্মা নামে ওই যুবকের নাম জানতে পেরেছেন ৷ তাঁকে আগামিকাল নিজাম প্যালেসে সিবিআই এর দুর্নীতি দমন শাখার আধিকারিকরা নিজাম প্যালেসে তলব করেছেন বলে সিবিআই সূত্রে খবর ৷

আরও পড়ুন:5 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে মিডলম্যান প্রসন্ন

ইতিমধ্যেই শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ তাঁদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে ৷ এর পরেই নিয়োগ দুর্নীতিতে সিবিআই শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক সাহাকে গ্রেফতার করে ৷ তাঁদের জেরা করেই শিক্ষা দুর্নীতিতে মিডলম্যান প্রদীপ সিং এবং প্রসন্ন রায়ের খোঁজ পায় সিবিআই ৷

ABOUT THE AUTHOR

...view details