কলকাতা, 19 সপ্টেম্বর : আইকোর চিটফান্ড মামলায় এবার মানস ভুঁইয়াকে তলব করল সিবিআই ৷ সোমবার সিজিও কমপ্লেক্সে সকাল 11টার সময় রাজ্যের মন্ত্রীকে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর ৷ প্রসঙ্গত, সম্প্রতি আইকোর চিটফান্ড মামলার তদন্তে সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ আর সেই মামলায় মানস ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠাল সিবিআই ৷
গত সপ্তাহে রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আইকোর চিটফান্ড মামলায় নিজাম প্যালেসে হাজিরার জন্য নোটিস পাঠিয়েছিল সিবিআই ৷ কিন্তু, তাঁর দফতরের কাজ থাকায় নিজাম প্যালেসে হাজিরা দিতে যাননি পার্থ চট্টোপাধ্যায় ৷ এর পরেই সিবিআই আধিকারিকদের একটি দল মন্ত্রীর দফতরে পৌঁছে যায় জিজ্ঞাসাবাদের জন্য ৷ মানস ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠানো নিয়ে সিবিআইয়ের একটি সূত্র মারফত জানা গিয়েছে, আইকোর সংস্থার একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানস ভুঁইয়া ৷ অভিযোগ, সেই অনুষ্ঠানে আইকোর সংস্থার প্রধান অনুকূল মাইতির কাজের প্রশংসাও করেছিলেন রাজ্যের বর্তমান মন্ত্রী ৷ আর এখানেই মানস ভুঁইয়ার ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ৷ আর সেই নিয়েই এবার তাঁকে জিজ্ঞসাবাদ করা হবে ৷