পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Icore Money Laundering Case: আইকোর মামলায় মানস ভুঁইয়াকে তলব সিবিআইয়ের - পার্থ চট্টোপাধ্যায়

আইকোর চিটফান্ড কাণ্ডে রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠাল সিবিআই ৷ সোমবার সকালে তাঁকে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরকে ডেকে পাঠানো হয়েছে ৷ এ নিয়ে মানস ভুঁইয়ার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

CBI-Summons-Manas Bhuiyan-for-Icore-Money-Laundering-Case on Monday
আইকোর মামলায় মানস ভুঁইয়াকে তলব সিবিআই’র

By

Published : Sep 19, 2021, 2:23 PM IST

কলকাতা, 19 সপ্টেম্বর : আইকোর চিটফান্ড মামলায় এবার মানস ভুঁইয়াকে তলব করল সিবিআই ৷ সোমবার সিজিও কমপ্লেক্সে সকাল 11টার সময় রাজ্যের মন্ত্রীকে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর ৷ প্রসঙ্গত, সম্প্রতি আইকোর চিটফান্ড মামলার তদন্তে সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ আর সেই মামলায় মানস ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠাল সিবিআই ৷

গত সপ্তাহে রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আইকোর চিটফান্ড মামলায় নিজাম প্যালেসে হাজিরার জন্য নোটিস পাঠিয়েছিল সিবিআই ৷ কিন্তু, তাঁর দফতরের কাজ থাকায় নিজাম প্যালেসে হাজিরা দিতে যাননি পার্থ চট্টোপাধ্যায় ৷ এর পরেই সিবিআই আধিকারিকদের একটি দল মন্ত্রীর দফতরে পৌঁছে যায় জিজ্ঞাসাবাদের জন্য ৷ মানস ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠানো নিয়ে সিবিআইয়ের একটি সূত্র মারফত জানা গিয়েছে, আইকোর সংস্থার একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানস ভুঁইয়া ৷ অভিযোগ, সেই অনুষ্ঠানে আইকোর সংস্থার প্রধান অনুকূল মাইতির কাজের প্রশংসাও করেছিলেন রাজ্যের বর্তমান মন্ত্রী ৷ আর এখানেই মানস ভুঁইয়ার ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ৷ আর সেই নিয়েই এবার তাঁকে জিজ্ঞসাবাদ করা হবে ৷

আরও পড়ুন : CBI : আইকোর মামলার তদন্তে সিবিআইকে সহযোগিতার আশ্বাস পার্থর

তবে, মানস ভুঁইয়া আগামিকাল সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হবেন কি না, তা এখনও স্পষ্ট নয় ৷ এ নিয়ে মন্ত্রীকে ফোন করা হলে, তাঁকে পাওয়া যায়নি ৷ অন্যদিকে, রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সিবিআই আধিকারিকদের আইকোর চিটফান্ড মামলায় সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন ৷ পার্থবাবু সিবিআইকে জানিয়েছেন, তৎকালীন সময়ে রাজ্যের তথ্যপ্রযুক্তি এবং শিল্প দফতরের মন্ত্রী ছিলেন ৷ সেই সূত্রেই একটি নির্দিষ্ট সংস্থা (আইকোর) তাঁকে তাদের অনুষ্ঠানে আহ্বান জানিয়েছিল ৷ তিনিও রাজ্যের শিল্পমন্ত্রী হিসেবে কর্মসংস্থানের সুযোগের কথা ভেবে ওই অনুষ্ঠানে গিয়েছিলেন ৷ ওই সংস্থা সম্পর্কে তিনি কিছুই জানতেন না বলে তদন্তকারী সংস্থার আধিকারিকদের জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ৷

আরও পড়ুন : Partha Chatterjee : নির্বাচনের কাজে ব্যস্ত, সিবিআই দফতরে যাচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায়

ABOUT THE AUTHOR

...view details