কলকাতা, 7 মার্চ : গরু পাচারকাণ্ডে চতুর্থবার বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠাল সিবিআই (CBI Summon Anubrata Mandal for 4th Time) ৷ সিবিআই সূত্রে খবর, আগামী 14 মার্চ কলকাতার নিজাম প্যালেসের দফতরে অনুব্রতকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ নিজাম প্যালেস সূত্রে খবর, এর আগে অনুব্রত মণ্ডলকে গরু পাচারকাণ্ডে (Cow Smuggling Case) তিনবার নোটিস পাঠানো হয়েছিল ৷ আর আজকের পর এনিয়ে চতুর্থবার অনুব্রত মণ্ডলকে হাজিরার নোটিস দেওয়া হল ৷
প্রসঙ্গত, আগের তিনটি নোটিসের কোনওটিতেই হাজিরা দেননি তৃণমূলের এই প্রভাবশালী নেতা ৷ এমনকি এনিয়ে তাঁর সঙ্গে কথা বলতে চেয়ে যোগাযোগের চেষ্টাও করা হয়েছিল সিবিআইয়ের তরফে ৷ কিন্তু, অনুব্রত মণ্ডলের সঙ্গে যোগাযোগ করতে পারেননি সিবিআই আধিকারিকরা ৷ প্রতিবারই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন ৷ কিন্তু, এবার শুধু নোটিস দিয়ে খান্ত হয়নি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ জানা গিয়েছে, অনুব্রতর চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তারদের সঙ্গেও কথা বলছে সিবিআই ৷ তাঁর স্বাস্থ্যের পূর্ণাঙ্গ রিপোর্ট খতিয়ে দেখা হবে বলে সূত্রের খবর ৷ অনুব্রত মণ্ডলের ঠিক কী কী শারীরিক সমস্যা রয়েছে ? তা জানার চেষ্টা করা হচ্ছে ৷
আরও পড়ুন : Anubrata skips CBI Summon : ফের হাজিরা এড়ালেন 'অসুস্থ' অনুব্রত, গেলেন বোলপুর মহকুমা হাসপাতালে