কলকাতা, 1 জুন : ভোট-পরবর্তী হিংসা মামলায় তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ফের সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করল সিবিআই (CBI summons Anubrata)। জানা গিয়েছে, আগামিকাল বেলা বারোটার মধ্যে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে অনুব্রত মণ্ডলকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই (Post poll violence case)।
প্রসঙ্গত, এর আগেও দু'বার ভোট-পরবর্তী হিংসার মামলায় হাজিরা এড়িয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল । বর্তমানে তিনি বীরভূমে নিজের বাড়িতে রয়েছেন । ঘনিষ্ঠ মহলের দাবি অনুব্রত মণ্ডল শারীরিকভাবে অসুস্থ । এর আগেও তাঁর আইনজীবীর তরফে সিবিআই-এর কাছে লিখিতভাবে জানানো হয় অনুব্রত মণ্ডল শারীরিকভাবে অসুস্থ । ফলে সিবিআই দফতরে এসে হাজিরা দেওয়া অনুব্রত মণ্ডলের পক্ষে সম্ভব নয় । যদি সিবিআই চায় তাহলে তাঁর বাড়িতে এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে ।