কলকাতা, 23 অগস্ট : হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ পেয়ে ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিবিআই আধিকারিকরা তদন্ত শুরু করলেন ৷ সোমবার বেলেঘাটায় মৃত বিজেপি সমর্থক অভিজিৎ সরকারের বাড়িতে উপস্থিত হন সিবিআই আধিকারিকরা ।
অভিযোগ, চলতি বছরের 2 মে বেলেঘাটায় বিজেপি সমর্থক অভিজিৎ সরকারকে খুন করা হয় । সেই ঘটনায় অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । এদিন মৃত অভিজিৎ সরকারের বাড়িতে গিয়ে সদস্যদের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা । পাশাপাশি মৃতের ভাই বিশ্বজিৎ সরকারকে তাঁরা সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যান । সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন গোয়েন্দারা । বিশ্বজিতের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন দিল্লির বেশ কয়েকজন আধিকারিকও । দাদা অভিজিৎ সরকারের খুনের পর তাঁরা পুলিশকে কতবার অভিযোগ জানিয়েছিলেন, পুলিশ কী কী পদক্ষেপ গ্রহণ করেছিল তা বিস্তারিত জানান বিশ্বজিৎ ।