কলকাতা, 24 অগস্ট : ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) তদন্তে নেমে ইতিমধ্যেই একাধিক ছকে নিজেদের ঘুঁটি সাজাতে শুরু করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআইয়ের (CBI) তদন্তকারী টিম । জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার সব থেকে বেশি শিকার হয়েছেন হয়েছে তিনটি জেলার মানুষ । আর সেখানে গিয়ে আক্রান্তদের সঙ্গে প্রথমে কথা বলবেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ আপাতত চারটি দলে বিভক্ত হয়ে তদন্তের কাজ শুরু হয়েছে ৷
সিবিআই সূত্রে খবর, ভোট পরবর্তী হিংসায় খুন (Murder) ও ধর্ষণের (Rape) অভিযোগ উঠেছে ৷ সেই সব ক্ষেত্রে আক্রান্তদের সঙ্গে কথা বলে ‘মোডাস অপারেন্ডি’ জানার চেষ্টা করা হবে । তার ভিত্তিতেই তৈরি হবে প্রাথমিক রিপোর্ট । মূলত, সিবিআই প্রথমেই যে বিষয়টা ভাল করে খতিয়ে দেখবে, তা হল ভোট পরবর্তী হিংসা রুখতে কতটা তৎপর ছিল রাজ্য ও কলকাতা পুলিশ ৷ তাই এই বিষয়টি খতিয়ে দেখা থেকেই তদন্ত শুরু করেছে তারা ৷
জানা গিয়েছে যে যাঁরা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন, তাঁদের অভিযোগগুলি কতটা তৎপরতার সঙ্গে তদন্ত করে দেখেছে স্থানীয় থানা, তা খতিয়ে দেখবে সিবিআই । পাশাপাশি অভিযোগপত্রে অভিযোগের বয়ান অনুযায়ী ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসির (IPC) কোন কোন ধারা যোগ করেছিল পুলিশ, তাও খতিয়ে দেখবেন সিবিআই অফিসাররা ।
সিবিআই সূত্র অনুযায়ী, এই নিয়ে এখন সাক্ষী জোগাড় করা হচ্ছে । সেই সব সাক্ষীর সঙ্গে ভাল করে কথা বলে, আইনসম্মত ভাবে তাঁদের বয়ান রেকর্ড করার পদ্ধতি অবলম্বন করবেন তদন্তকারীরা । সাক্ষীদের একাংশ শাসকদলের এক প্রভাবশালী নেতা-সহ বেশ কয়েকজন অভিযুক্তের নাম জানিয়েছে সিবিআই গোয়েন্দাদের কাছে । বেলেঘাটার অভিজিৎ সরকারকে পিটিয়ে মারার কয়েকটি ফুটেজও গোয়েন্দাদের কাছে তুলে দিয়েছেন তাঁর ভাই বিশ্বজিৎ সরকার ।