পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Anubrata Mondal অনুব্রতকে জামিন না দিলে বিচারককে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি চিঠি - গরু পাচার কাণ্ড

গরু পাচার কাণ্ডে (Cattle Smuggling Case) আগামিকাল অনুব্রত মণ্ডলকে আদালতে পেশ করবে সিবিআই (CBI) ৷ তার ঠিক আগের দিন আসানসালের বিশেষ সিবিআই আদালতের বিচারককে হুমকি চিঠি দিল ৷ ওই চিঠিতে দাবি করা হয়েছে, অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে বিচারককে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে ৷

CBI Special Judge Gets Threat Letter in Anubrata Mondal Case
Anubrata Mondal অনুব্রতকে জামিন না দিলে বিচারককে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি চিঠি

By

Published : Aug 23, 2022, 4:47 PM IST

Updated : Aug 23, 2022, 5:58 PM IST

কলকাতা, 23 অগস্ট : গরু পাচার কাণ্ডে (Cattle Smuggling Case) গ্রেফতার হয়েছেন দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ আপাতত তিনি সিবিআইয়ের (CBI) হেফাজতে রয়েছেন ৷ আগামিকাল তাঁকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে (Asansol Special CBI Court) পেশ করা হবে ৷ ঠিক তার আগের দিন ওই বিশেষ সিবিআই আদালতের বিচারককে হুমকি চিঠি দেওয়ার অভিযোগ উঠেছে ৷ গোটা বিষয়টি পশ্চিম বর্ধমানের জেলা বিচারককে চিঠি দিয়ে জানিয়েছেন ওই বিচারক ৷

আদালত সূত্রে খবর, ওই চিঠিতে হুমকি দেওয়া হয়েছে যে অনুব্রত মণ্ডলকে যদি জামিন দেওয়া না হয়, তাহলে বিচারককে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে ৷ বিচারকের পরিবারও সমস্যায় পড়বে বলে চিঠিতে হুমকি দেওয়া হয়েছে ৷ চিঠিতে প্রেরকের নাম রয়েছে বাপ্পা চট্টোপাধ্যায় ৷ তিনি নিজেকে পূর্ব বর্ধমানের নিম্ন আদালতের মুখ্য ক্লার্ক হিসেবে পরিচয় দিয়েছেন ৷ তাছাড়া দাবি করেছেন যে তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বর্ধমান শাখার সভাপতি ৷

যে বিচারককে এই চিঠি দেওয়া হয়েছে, তাঁর নাম রাজেশ চক্রবর্তী ৷ তিনি বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বলে জানা গিয়েছে ৷ তিনি এই নিয়ে চিঠি দিয়েছেন পশ্চিম বর্ধমানের জেলা বিচারককে ৷ তাঁর অনুরোধ, ওই চিঠির কপি যে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে পাঠানো হয় ৷

পশ্চিম বর্ধমানের জেলা বিচারকদের দেওয়া আসানসোল সিবিআই আদালতের বিচারকের চিঠি

এখানে উল্লেখ করা প্রয়োজন, গরু পাচার কাণ্ডের তদন্তে দীর্ঘদিন ধরে অনুব্রত মণ্ডলকে জেরা করতে চাইছিল সিবিআই ৷ ন’বার জেরা করা হয় অনুব্রতকে ৷ কিন্তু মাত্র একবার হাজির হন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি ৷ প্রতিবারই শারীরিক অসুস্থতার কথা বলে তিনি হাজিরা এড়ান ৷

শেষে বীরভূমের বোলপুরে অনুব্রতর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই ৷ কেন্দ্রীয় বাহিনীর 100 জন জওয়ানও গিয়েছিলেন সিবিআইয়ের সঙ্গে ৷ বাড়ি থেকেই অনুব্রতকে গ্রেফতার করা হয় ৷ ওইদিনই আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তাঁকে পেশ করা হয় ৷ বিচারক প্রথম দফায় তাঁকে 10 দিনের জন্য সিবিআই হেফাজতে পাঠিয়েছিলেন ৷ পরের দফায় তাঁকে আরও চারদিনের জন্য সিবিআইয়ের হেফাজতে পাঠানো হয় ৷ আগামিকাল ফের তাঁকে আদালতে পেশ করবে সিবিআই ৷

আরও পড়ুন :গরু বোঝাই বড় লরির জন্য 20 হাজার, মুখবন্ধ খাম পৌঁছে যেত থানায়

Last Updated : Aug 23, 2022, 5:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details