আসানসোল, 6 সেপ্টেম্বর : আদালতে বারবার সিবিআই (CBI) আইনজীবী অভিযোগ করেছিলেন তদন্তে সহযোগিতা করছেন না অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) । কিন্তু সূত্রের খবর, ধীরে ধীরে গলছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল (Trinamool Congress) নেতা । 14 দিনের জেল হেফাজতের পর বুধবার গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) অনুব্রত মণ্ডলকে পুনরায় আসানসোল সিবিআই আদালতে পেশ করা হবে ।
তার আগে মঙ্গলবার বিকেলে সিবিআই আধিকারিকরা জেরা করলেন অনুব্রত মণ্ডলকে । আসানসোল বিশেষ সংশোধনাগারে (Asansol Special Correctional Home) প্রায় দেড় ঘণ্টা ধরে অনুব্রত মণ্ডল এবং সায়গল হোসেনকে পৃথক পৃথকভাবে জেরা করা হয় । সিবিআই সূত্রে জানা গিয়েছে, ধীরে ধীরে মুখ খুলছেন অনুব্রত মণ্ডল ।
মঙ্গলবার আসানসোল সংশোধনাগারে সিবিআইয়ের দুই সদস্যের দল ঢোকেন অনুব্রত মণ্ডল এবং সায়গল হোসেনকে জেরা করতে । দু’জনকে পৃথক পৃথকভাবে জেরা করা হয় । প্রায় দেড় ঘণ্টা ধরে দু’জনকে জেরা করা হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে ।