পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Anubrata Mondal: সিবিআই জেরায় ধীরে ধীরে মুখ খুলছেন কেষ্ট, বুধবার ফের আদালতে পেশ

গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ আপাতত তিনি জেল হেফাজতে রয়েছেন ৷ আগামিকাল, বুধবার তাঁকে পেশ করা হবে আদালতে ৷ তার আগে মঙ্গলবার আসানসোল বিশেষ সংশোধনাগারে (Asansol Special Correctional Home) গিয়ে তাঁকে জেরা করে সিবিআই ৷

CBI Sources Say Anubrata Mondal Cooperates with Officers in Cattle Smuggling Case Interrogation
Anubrata Mondal: সিবিআই জেরায় ধীরে ধীরে মুখ খুলছেন কেষ্ট, বুধবার ফের আদালতে পেশ

By

Published : Sep 6, 2022, 8:34 PM IST

আসানসোল, 6 সেপ্টেম্বর : আদালতে বারবার সিবিআই (CBI) আইনজীবী অভিযোগ করেছিলেন তদন্তে সহযোগিতা করছেন না অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) । কিন্তু সূত্রের খবর, ধীরে ধীরে গলছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল (Trinamool Congress) নেতা । 14 দিনের জেল হেফাজতের পর বুধবার গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) অনুব্রত মণ্ডলকে পুনরায় আসানসোল সিবিআই আদালতে পেশ করা হবে ।

তার আগে মঙ্গলবার বিকেলে সিবিআই আধিকারিকরা জেরা করলেন অনুব্রত মণ্ডলকে । আসানসোল বিশেষ সংশোধনাগারে (Asansol Special Correctional Home) প্রায় দেড় ঘণ্টা ধরে অনুব্রত মণ্ডল এবং সায়গল হোসেনকে পৃথক পৃথকভাবে জেরা করা হয় । সিবিআই সূত্রে জানা গিয়েছে, ধীরে ধীরে মুখ খুলছেন অনুব্রত মণ্ডল ।

মঙ্গলবার আসানসোল সংশোধনাগারে সিবিআইয়ের দুই সদস্যের দল ঢোকেন অনুব্রত মণ্ডল এবং সায়গল হোসেনকে জেরা করতে । দু’জনকে পৃথক পৃথকভাবে জেরা করা হয় । প্রায় দেড় ঘণ্টা ধরে দু’জনকে জেরা করা হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে ।

সূত্রের খবর, মোট 20টি প্রশ্ন অনুব্রত মণ্ডলকে করা হয়েছিল । আগে একেবারেই উত্তর দিচ্ছিলেন না তিনি । কিন্তু এবারের জেরায় বেশ কয়েকটি প্রশ্নের উত্তর মিলেছে । যদিও কী প্রশ্ন ছিল এবং উত্তর কী ছিল, তা জানা যায়নি । তবে তিনি অল্প হলেও তদন্ত সহযোগিতা করছেন ।

গত কয়েকদিন ধরে অনুব্রত মণ্ডলের যে বিপুল পরিমাণের সম্পত্তি কাছে হদিস পাওয়া গিয়েছে, সেই বিষয়ে বেশ কিছু প্রশ্ন ছিল বলে জানা গিয়েছে । পাশাপাশি সায়গল হোসেনের সম্পত্তি নিয়েও তাঁকে প্রশ্ন করা হয় । বুধবার এই সমস্ত তথ্য আসানসোল সিবিআই কোর্টে রাখা হবে । পাশাপাশি অনুব্রত মণ্ডলের জামিনের বিরোধিতা করবে সিবিআই, এমনটাই সূত্রের খবর ।

আরও পড়ুন :এবার অনুব্রত-ঘনিষ্ঠ মণীশের বেআইনি সম্পত্তির হদিশ পেল সিবিআই

ABOUT THE AUTHOR

...view details