পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Post Poll Violence: ভোট পরবর্তী হিংসায় খুন, ধর্ষণের তথ্য চেয়ে ডিজিকে চিঠি সিবিআইয়ের - খুন, ধর্ষণের তথ্য চেয়ে ডিজিকে চিঠি

কলকাতার বাইরে যেসব সিবিআই অফিসাররা আছেন, তাঁদের প্রত্যেককে আজকালের মধ্যে কলকাতায় আসার নির্দেশ দেওয়া হয়েছে । হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, সিবিআইয়ের বিশেষ চারটি দল ভোট পরবর্তী হিংসার মামলায় গুরুতর অভিযোগের তদন্ত করবেন।

ে
s

By

Published : Aug 20, 2021, 4:50 PM IST

Updated : Aug 20, 2021, 5:42 PM IST

কলকাতা, 20 অগস্ট: কলকাতা হাইকোর্টের নির্দেশ পাওয়া মাত্র ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে তৎপর হয়েছে সিবিআই (CBI)। 24 ঘণ্টার মধ্যে 25 জনের 4টি বিশেষ দল গঠন করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এখানেই শেষ নয়, হাইকোর্টের নির্দেশ মতো, এদিন রাজ্যের ডিজি (DG) বীরেন্দ্রকে চিঠি দিয়ে মামলা সংক্রান্ত যাবতীয় নথি চাইল সিবিআই । এই নথি হাতে পেলেই পুরোদমে তদন্তের কাজ শুরু করা হবে বলে জানা গিয়েছে ।

সিবিআই সূত্রে খবর, তদন্ত প্রক্রিয়া মসৃণভাবে করার জন্য প্রত্যেক দলে ছয়জন করে আইপিএস পদমর্যাদার অফিসার থাকবেন ৷ প্রত্যেক দলের নজরদারিতে থাকবেন একজন করে জয়েন্ট ডিরেক্টর । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, ভোট পরবর্তী হিংসার মামলা তদন্ত করার জন্য যে চারটি বিশেষ দল গঠন করা হয়েছে, তার প্রতি টিমে দু'জন করে ডিআইজি পদমর্যাদার অফিসার, একজন করে জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার থাকবেন ৷ বাকি তিনজন থাকবেন এসপি পদমর্যাদার অফিসার। এই চারটি দলের সুপারভাইজারের দায়িত্ব দেওয়া হয়েছে জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তবকে।

আরও পড়ুন: Post Poll Violence : হাইকোর্টের নির্দেশকে স্বাগত জাতীয় মানবাধিকার কমিশন সদস্যর

জানা গিয়েছে, পঁচিশজনের দলে দিল্লি, দেহরাদূনের সিবিআই অফিসাররাও আছেন। সূত্রের খবর, কলকাতার বাইরে যেসব সিবিআই অফিসাররা আছেন, প্রত্যেককেই আজকালের মধ্যে কলকাতায় আসার নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, সিবিআইয়ের এই বিশেষ চারটি দল ভোট পরবর্তী হিংসার মামলায় গুরুতর অভিযোগের তদন্ত করবেন। অর্থাৎ খুন, ধর্ষণের মতো যেসব মামলা রুজু হয়েছে সেগুলিকেই খতিয়ে দেখবেন সিবিআইয়ের পঁচিশজন কর্তা।

Last Updated : Aug 20, 2021, 5:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details