কলকাতা, 20 অগস্ট: কলকাতা হাইকোর্টের নির্দেশ পাওয়া মাত্র ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে তৎপর হয়েছে সিবিআই (CBI)। 24 ঘণ্টার মধ্যে 25 জনের 4টি বিশেষ দল গঠন করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এখানেই শেষ নয়, হাইকোর্টের নির্দেশ মতো, এদিন রাজ্যের ডিজি (DG) বীরেন্দ্রকে চিঠি দিয়ে মামলা সংক্রান্ত যাবতীয় নথি চাইল সিবিআই । এই নথি হাতে পেলেই পুরোদমে তদন্তের কাজ শুরু করা হবে বলে জানা গিয়েছে ।
সিবিআই সূত্রে খবর, তদন্ত প্রক্রিয়া মসৃণভাবে করার জন্য প্রত্যেক দলে ছয়জন করে আইপিএস পদমর্যাদার অফিসার থাকবেন ৷ প্রত্যেক দলের নজরদারিতে থাকবেন একজন করে জয়েন্ট ডিরেক্টর । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, ভোট পরবর্তী হিংসার মামলা তদন্ত করার জন্য যে চারটি বিশেষ দল গঠন করা হয়েছে, তার প্রতি টিমে দু'জন করে ডিআইজি পদমর্যাদার অফিসার, একজন করে জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার থাকবেন ৷ বাকি তিনজন থাকবেন এসপি পদমর্যাদার অফিসার। এই চারটি দলের সুপারভাইজারের দায়িত্ব দেওয়া হয়েছে জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তবকে।