কলকাতা, 5 নভেম্বর : গোরু পাচারের তদন্তে নেমে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালাল CBI । মানিকতলা সহ চার জায়গায় এই তল্লাশি চালানো হয় । তদন্তকারীদের এক এক দলে পাঁচ থেকে ছ'জন করে আধিকারিক রয়েছেন । এর আগে সল্টলেকে BSF আধিকারিকের বাড়িতে তল্লাশি চালিয়ে কিছু তথ্য পায় CBI । সেই তথ্যের ভিত্তিতেই এই তল্লাশি অভিযান বলে জানা যাচ্ছে ।
গোরু পাচারের তদন্তে ফের কলকাতায় তল্লাশি CBI-এর - গোরু পাচার নিয়ে সিবিআই তল্লাশি
মানিকতলা সহ কলকাতার চার জায়গায় অভিযান চলছে বলে CBI সূত্রে খবর । এর আগে সল্টলেকে এক BSF আধিকারিকের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু তথ্য পায় তারা ।
কয়েকদিন ধরেই গোরু পাচার নিয়ে তথ্য সংগ্রহ করছিল CBI । কয়েকদিন আগে মুর্শিদাবাদ থেকে ইমানুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তারা । তাকে জিজ্ঞাসাবাদ করে গোরু পাচারকারী এবং BSF আধিকারিকদের মধ্যে যোগসূত্রের বিষয়টি সামনে আসে । ঘটনায় ম্যাথিউ নামে এক BSF কম্যান্ডান্টকে গ্রেপ্তার করা হয় । সেই সূত্রে সটলেক সিটি সেন্টার টু-এর পাশে BSF কম্যান্ডান্ট সতীশ কুমারের বাড়িতে তল্লাশি চালায় CBI ।
সতীশ কুমার অবশ্য এখন আর পশ্চিমবঙ্গে নেই । তিনি এখন কর্নাটকে কর্মরত । তবে তিনি একটা সময় ভারত-বাংলাদেশ সীমান্তে কর্মরত ছিলেন । সেই সময় গোরু পাচার চক্রকে মদত দিতেন বলে অভিযোগ । সটলেক সিটি সেন্টার টু-এর পাশে বি জে 59 নম্বর বাড়িটি সতীশ কুমারের । সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে CBI সূত্রে জানা যাচ্ছে । সেই সূত্র থেকে পাওয়া গেছে আরও কয়েকটি নাম । CBI সূত্রে খবর, আজকের তল্লাশি অভিযানে কিছু নথি ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে । তার ভিত্তিতে কাউকে গ্রেপ্তার করা হবে কি না তা এখনও পর্যন্ত পরিষ্কার নয় ।