কলকাতা, 6 সেপ্টেম্বর : বয়ান রেকর্ড করে তদন্তের কেস ডায়েরিকে শক্তিশালী করছে সিবিআই (CBI) । সেই লক্ষ্যেই মৃত বিজেপি সমর্থক অভিজিতের মায়ের বয়ান রেকর্ড করা হয় বলে সূত্রের খবর । কীভাবে অভিজিৎ সরকারের মৃত্যু হয়েছিল ? কারা কারা এই ঘটনায় যুক্ত রয়েছে ? কীভাবে দেহটি প্রথমে দেখেছিলেন তিনি ? সমস্তই সিবিআইয়ের গোয়েন্দাদের কাছে তুলে ধরেন অভিজিতের মা ।
ভোট পরবর্তী হিংসার ঘটনায় ইতিমধ্যেই খুনের অভিযোগ তুলেছেন কাঁকুরগাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবার । সিবিআই এই ঘটনায় তদন্তভার নেওয়ার পর থেকেই এই ঘটনায় একাধিকবার অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকারের সঙ্গে কথা বলেছেন সিবিআইয়ের গোয়েন্দারা ।
এবার ভোট পরবর্তী হিংসার মামলায় উঠে এল সাদা কাগজে সই করানোর অভিযোগও । কাঁকুড়গাছির মৃত বিজেপি সমর্থক অভিজিৎ সরকারের পরিবার । তাঁদের অভিযোগ, কলকাতা পুলিশের দু'জন সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে ৷ সিবিআই সূত্রে খবর, অভিজিৎ সরকারের মৃত্যুর পর কলকাতা পুলিশের তরফে তাঁদের পরিবারকে একটি সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয় । প্রশ্ন উঠেছে কেন পুলিশ নিজের তদন্তভার চালিয়ে না গিয়ে, সাদা কাগজে সই করাল ? তদন্তের ক্ষেত্রে কি মৃতের পরিবার কিংবা অন্য কাউকে দিয়ে পুলিশ সাদা কাগজে সই করাতে পারে ? এনিয়ে সিবিআইয়ের কাছে বিশেষ ভাবে লিখিত অভিযোগ দায়ের করেছে অভিজিৎ সরকারের পরিবার । তাঁদের দাবি, ওই দুই পুলিশ আধিকারিককে ডেকে জেরা করুক সিবিআই ।