কলকাতা, 25 অগস্ট: নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Recruitment Scam) ফের সুবীরেশ ভট্টাচার্যের বাড়িতে এল সিবিআই । এদিন বিকালে একজন কেয়ারটেকারকে সঙ্গে নিয়ে সিবিআইয়ের 5 সদস্যের দল এসে পৌঁছয় সুবীরেশ (Subiresh Bhattacharya) ফ্ল্যাটে । সঙ্গে ছিলেন স্থানীয় বাঁশদ্রোণী থানার পুলিশও ।
গতকালই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের (Vice Chancellor of North Bengal University Subiresh Bhattacharya) বাঁশদ্রোনীর ফ্ল্যাট সিল করে দিয়েছিল সিবিআই । আর বৃহস্পতিবার বিকালে সুবীরেশ ভট্টাচার্য কলকাতায় এসেছেন জেনে সিবিআইয়ের চারজন আধিকারিক তার বাড়িতে আসেন । তল্লাশির পাশাপাশি আবারও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হবে সুবীরেশ ভট্টাচার্যকে । সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রীও ।
কীভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল-সহ একাধিক তথ্য সিবিআইয়ের গোয়েন্দারা তাঁর কাছ থেকে জানতে চাইছেন । এদিন সকালেই তিনি বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতায় আসেন । সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিকবার তিনি বলেন, "আমার সময়কালে কোনও বেআইনিভাবে নিয়োগ হয়নি । কীভাবে গোটা ঘটনা ঘটেছে, তা সিবিআই বলতে পারবে । আমার সিবিআইয়ের উপর ভরসা আছে ।" সুবীরেশ ভট্টাচার্য আগে এসএসসি'র চ্যেয়ারম্যান ছিলেন ।