বিধাননগর, 2 সেপ্টেম্বর : টেট দুর্নীতির (TET Scam) তদন্তে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে (Primary Education Board Office) হানা দিল সিবিআই (CBI) ৷ শুক্রবার দুপুরের পর সিবিআইয়ের তিনজন আধিকারিক সেখানে যান ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত তল্লাশি অভিযান চলছে ৷
সিবিআই সূত্রে খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে বিভিন্ন নথি যাচাই ও কম্পিউটারের ডেটা খতিয়ে দেখতেই এদিন ওই অফিসে হানা দেয় সিবিআই ৷ এর আগেও ওই অফিসে একাধিকবার সিবিআই গিয়েছিল বলে জানা গিয়েছে ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতিতে (Primary Recruitment Scam) সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গল বেঞ্চ ৷ শুক্রবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চও সেই রায় বহাল রেখেছে ৷ আর তার পরই সিবিআই হানা প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস এপিসি ভবনে হানা দেয় ৷ তাই এদিনের অভিযানের তাৎপর্য আগের থেকে আলাদা বলে মনে করছেন তথ্যভিজ্ঞ মহল ৷
আরও পড়ুন :ডিভিশন বেঞ্চেও ধাক্কা রাজ্যের, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত বহাল