কলকাতা, 31 ডিসেম্বর: তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রের কলকাতার দু'টি বাসভবনে তল্লাশি চালাল সিবিআই । গোরু পাচার ও অবৈধ কয়লা খনির মামলায় এই অভিযান চালানো হয় বলে সূত্রের খবর ।
বিনয় মিশ্র পলাতক এবং তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে । এই প্রথম গোরুপাচার কেলেঙ্কারিতে কোনও তৃণমূল নেতা সরাসরি সিবিআইয়ের তদন্তের আওতায় এসেছেন । সিবিআই ছাড়া এই ব্যাপ্যারে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং আয়কর বিভাগ । এর আগে গত রবিবার মালদা জেলায় কর্মরত পুলিশের এক এএসআই ও কনস্টেবলকে জেরা করে সিবিআই । জেরার কারণ গোরুপাচার চক্রের এক মাথা মহম্মদ এনামুল হকের সম্পর্কে তথ্য সংগ্রহ। পরে কয়েকজন পদস্থ পুলিশ আধিকারিকদের জেরা করা হতে পারে বলে সূত্রের খবর ।