পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

CBI Raid: চিটফান্ড মামলায় কলকাতার একাধিক জায়গায় সিবিআই তল্লাশি - CBI

দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে এক আবাসনের দ্বিতীয় তলায় জানা নামে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে সিবিআই তল্লাশি (CBI Raid at Several Places in Kolkata) ৷ গণেশ চন্দ্র অ্যাভিনিউতেও সিবিআই এর তল্লাশি চলছে ৷ একটি চিটফান্ড মামলায় (Chit Fund Case) এই তল্লাশি শুরু হয়েছে ৷

cbi-raid-at-several-places-in-kolkata-on-a-chit-fund-case
cbi-raid-at-several-places-in-kolkata-on-a-chit-fund-case

By

Published : Sep 27, 2022, 10:16 AM IST

Updated : Sep 27, 2022, 11:06 AM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর: পুজোর মুখে শহরে ফের সিবিআই তৎপরতা ৷ এক চাটার্ড অ্যাকাউন্টেন্টের খোঁজে এ দিন সকালে তিনটি গাড়িতে সিবিআই এর আধিকারিকরা যোধপুরপার্ক, ইএম বাইপাস ও গণেশচন্দ্র অ্যাভিনিউতে হানা দিয়েছে ৷ একটি চিটফান্ড মামলার (Chit Fund Case) তদন্তে কলকাতা শহরের এই দুই জায়গায় তল্লাশি শুরু করেছে সিবিআই (CBI Raid at Several Places in Kolkata) ৷ দক্ষিণ কলকাতার 255 যোধপুর পার্কে একটি আবাসনের দ্বিতীয় তলায় এক ব্যাবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি শুরু করেছেন গোয়েন্দারা ৷ গণেশ চন্দ্র অ্যাভিনিউতেও ওই চাটার্ড অ্যাকাউন্টেন্টের একটি অফিস রয়েছে ৷ সেখানেই সিবিআই এর তল্লাশি চলছে ৷

সিবিআই সূত্রে খবর, গতকাল বিরাটি থেকে একটি চিটফান্ড মামলায় 4 জনকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ সেই চারজনকে জিজ্ঞাসাবাদ করেই আজ দক্ষিণ কলকাতার 255 যোধপুর পার্কে একটি আবাসনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে তল্লাশি শুরু করেছেন গোয়েন্দারা ৷ অন্যদিকে, গণেশচন্দ্র অ্যাভিনিউর একটি অফিসে সিবিআই এর তল্লাশি অভিযান চলছে ৷ জানা গিয়েছে, শহরের এক হিসেবরক্ষকের খোঁজে এই তল্লাশি অভিযান শুরু হয়েছে ৷ জানা গিয়েছে, ইএম বাইপাসেও তাঁর একটি অফিস রয়েছে ৷ সেখানেও সিবিআই তল্লাশি চলছে ৷

আরও পড়ুন:ব্যাংকিং ম্যানেজমেন্টের অফিসে ইডি হানা, উদ্ধার বিপুল টাকা

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় কলকাতার এজেসি বোস রোডে একটি ব্যাংকিং ম্যানেজমেন্টের অফিসে আচমকাই হাজির হন অর্থমন্ত্রকের অধীনে থাকা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা ৷ জানা গিয়েছে, এই সংস্থাটি মূলত ব্যাংকিং ম্যানেজমেন্ট এবং একাধিক শেয়ার কেনাবেচার কাজের সঙ্গে যুক্ত রয়েছে ৷ ইডি সূত্রে খবর, ওই অফিস থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে ৷ সেই টাকা কেন মজুত করা হয়েছিল, তার কোনও সঠিক তথ্য গোয়েন্দাদের দিতে পারেননি ওই সংস্থার কর্মীরা ৷ ইডি আধিকারিকদের সন্দেহ, একাধিক বেআইনি লেনদেনের সঙ্গে যুক্ত রয়েছে সংশ্লিষ্ট ব্যাংকিং সংস্থাটি ৷ আর এ বার শহরের এক চাটার্ড অ্যাকাউন্টেন্টের খোঁজে তল্লাশি শুরু করল সিবিআই ৷

Last Updated : Sep 27, 2022, 11:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details