পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Sep 7, 2022, 1:10 PM IST

Updated : Sep 7, 2022, 2:23 PM IST

ETV Bharat / city

Moloy Ghatak : কয়লাপাচারের শিকড় খুঁজতে মলয়ের হিসাবরক্ষকের বাড়িতে সিবিআই

কয়লাপাচার কাণ্ডে (West Bengal Coal Smuggling Scam) পশ্চিমবঙ্গ সরকারের আইন মন্ত্রী (West Bengal Law Minister) মলয় ঘটকের (Moloy Ghatak) অ্য়াকাউন্ট্য়ান্ট প্রতীক দেওয়ানের (Pratik Dewan) বাড়িতে সিবিআই (CBI)-এর তল্লাশি অভিযান ৷ উদ্ধার একাধিক গুরুত্বপূর্ণ নথি ৷

CBI Raid at Moloy Ghatak accountant Pratik Dewan House
Moloy Ghatak: কয়লাপাচারের শিকড় খুঁজতে মলয়ের অ্য়াকাউন্ট্য়ান্টের বাড়িতে সিবিআই

কলকাতা, 7 সেপ্টেম্বর: কয়লাপাচার কাণ্ডের (West Bengal Coal Smuggling Scam) তদন্তে রাজ্যের আইন মন্ত্রী (West Bengal Law Minister) মলয় ঘটকের (Moloy Ghatak) অ্য়াকাউন্ট্য়ান্ট প্রতীক দেওয়ানের (Pratik Dewan) বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই (CBI) ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, পেশায় চাটার্ড অ্যাকাউন্ট্য়ান্ট ওই ব্যক্তি কলকাতার আলিপুরের বাসিন্দা ৷ বাড়ির নাম, 'শ্য়াম বটিকা' ৷ ঠিকানা, 8/1 আলিপুর রোড ৷

আরও পড়ুন:মন্ত্রী মলয়ের বাড়িতে সিবিআই তল্লাশি, প্রতিবাদে পথে তৃণমূল

বুধবার সকালে এই বাড়িতেই পৌঁছে যান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (Central Bureau of Investigation) সাতজন প্রতিনিধি ৷ সঙ্গে সঙ্গে বাড়িটি ঘিরে ফেলেন সিআরপিএফ জওয়ানরা ৷ বাড়ির সদস্যদের ভিতরেই থাকার নির্দেশ দেওয়া হয় ৷ বাইরে থেকেও কাউকে ওই বাড়িতে সেই সময় ঢুকতে দেওয়া হয়নি ৷ সূত্রের দাবি, এদিন প্রতীকের বাড়িতে প্রায় ঘণ্টা খানেক ছিলেন সিবিআই গোয়েন্দারা ৷ তাঁরা এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করেছেন বলেও শোনা যাচ্ছে ৷

মলয় ঘটকের হিসাবরক্ষকের বাড়িতেও হানা দিল সিবিআই, দেখুন ভিডিয়ো ৷

প্রসঙ্গত, এদিন সকাল থেকেই আর এক দফায় রাজ্যের নানা প্রান্তে অভিযান শুরু করেন সিবিআই গোয়েন্দারা ৷ কয়লাপাচার কাণ্ডে এদিন তাঁদের নিশানায় ছিলেন শাসকদলের আর এক হেভিওয়েট মলয় ঘটক ৷ প্রাথমিকভাবে জানা যায়, পশ্চিম বর্ধমানের আসানসোলে মলয় ঘটকের তিনটি বাড়িতে এবং সেইসঙ্গে কলকাতায় যে সরকারি আবাসনে তিনি থাকেন, সেখানে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা ৷ পরে সামনে আসে, মলয়ের বিভিন্ন বাসস্থান ছাড়াও তাঁর সঙ্গে সম্পর্ক রয়েছে, এমন কিছু ব্যক্তির বাড়িতেও অভিযান চালানো হয়েছে ৷

মন্ত্রী মলয় ঘটকের এই 'ঘনিষ্ঠ'দের তালিকাতেই রয়েছেন তাঁর অ্য়াকাউন্ট্য়ান্ট প্রতীক দেওয়ান ৷ যেহেতু মলয়ের আয়-ব্য়য়ের হিসাব তাঁর কাছে রয়েছে, তাই তাঁর কাছ থেকে কয়লাপাচার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলেই মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ এই কারণেই কলকাতায় আলিপুরের সম্ভ্রান্ত এলাকায় তাঁর বাসভবনে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেন তাঁরা ৷ তবে, এখনও পর্যন্ত এই তল্লাশি সম্পর্কে সিবিআই বা প্রতীকের পরিবারের তরফে কেউ কোনও মন্তব্য করেননি ৷

Last Updated : Sep 7, 2022, 2:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details