বিধাননগর , 25 অক্টোবর : এবার সারদাকাণ্ডে CBI-র প্রশ্নের সামনে পড়তে হল শোভন চট্টোপাধ্যায়কে ৷ গতকাল BJP এই নেতা সল্টলেকের CGO কমপ্লেক্সে আসেন ৷ সঙ্গে ছিলেন বান্ধবী বৈশাখি বন্দ্যোপাধ্যায় ৷ CGO কমপ্লেক্সে প্রায় ঘণ্টাদেড়েক জিজ্ঞাসাবাদ করা হয় শোভনবাবুকে ৷
গতকাল সকাল সাড়ে ১১টা নাগাদ বৈশাখি বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সল্টলেকের CGO কম্পলেক্সের CBI দপ্তরে আসেন শোভনবাবু ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কলকাতা পৌরনিগমের মেয়র থাকাকালীন সুদীপ্ত সেনের সংস্থা সারদাকে বেশ কয়েকটি লাইসেন্স পাইয়ে দিয়েছিলেন । CBI সূত্রে খবর, কেন সেই লাইসেন্স দেওয়া হয়, কত টাকার বিনিময়ে দেওয়া হয় এবং লাইসেন্স প্রদানের জন্য তিনি কোনও সুবিধা পেয়েছিলেন কি না এই সংক্রান্তে প্রশ্ন জানতে চাওয়া হয় ৷
CBI সূত্রে জানা গেছে, কলকাতা পৌরনিগমের কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায় শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন । অভিযোগে তিনি বলেছিলেন, সারদা-কর্তা সুদীপ্ত সেনকে তাঁর অধীনস্থ বেশ কয়েকটি সংস্থার জন্য মোট 43টি লাইসেন্স পাইয়ে দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় । লাইসেন্স পাইয়ে দেওয়ার বিনিময়ে প্রচুর অর্থ আত্মসাৎ করেছিলেন বলে অভিযোগ জানিয়েছিলেন প্রকাশবাবু । সেই সম্পর্কে গতকাল শোভন চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেন CBI আধিকারিকরা । তাঁরা খতিয়ে দেখছেন, কত টাকার বিনিময়ে এই লাইসেন্স দেওয়া হয়েছিল ৷ এবং লাইসেন্সের বিনিময় আদৌ কি কোন সুবিধা পেয়েছিলেন শোভনবাবু ? প্রয়োজনে শোভনবাবুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি চাওয়া হতে পারে ।
এর আগে নারদকাণ্ডে অভিযুক্ত হিসেবে শোভনবাবুকে জিজ্ঞাসাবাদ করেছে CBI ৷ গতকাল সারদা মামলায় তাঁকে CBI জিজ্ঞাসাবাদ করার পর তিনি বলেন , "CBI আমার সঙ্গে কথা বলতে চেয়েছিল । তাই আমি এসেছি । সারদা, নারদ না রোজ়ভ্যালি আমি কোনও বিষয়ে কিছু জানি না। ওরা কিছু কথা জিজ্ঞেস করেছে। আমি সেগুলি ওদের বলেছি । তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করা আমার কাজ । আমি সেটাই করেছি ৷ যা জানতে চেয়েছে, তার উত্তর দিয়েছি ৷"
কলকাতা পৌরনিগমের মেয়রের পাশাপাশি দক্ষিণ 24 পরগনায় তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন শোভনবাবু । দক্ষিণ 24 পরগনায় সারদার সম্পত্তি ছিল । সেই সম্পত্তি তৈরি করতে তাঁর কোনও ভূমিকা ছিল কি না সেগুলো খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।