কলকাতা, 16 সেপ্টেম্বর: শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়কে আলিপুর আদালতে হাজির করেছিল সিবিআই । সেখানেই কেঁদে ফেললেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী । আদালতের ভেতরেই 'মরে যাব' বলে হাহাকার শুরু করলেন এসএসসি নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত । ভেজা চোখে জামিন চাইলেন তিনি ।
Partha Chatterjee: 'মরে যাব', আদালতে পেশ করতেই হাহাকার পার্থর - পার্থ চট্টোপাধ্যায়
সওয়াল-জবাব চলাকালীনই ভেজা চোখে জামিন চাইলেন পার্থ চট্টোপাধ্যায় । শুধু তাই নয়, 'মরে যাব' বলে হাহাকার শুরু করলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী (Partha Chatterjee at Alipore Court) ।
Partha Chatterjee
ভুয়ো নিয়োগের (SSC Recruitment Scam) মাস্টারমাইন্ড ছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ তাঁকে হেফাজতে চেয়ে আজ আদালতে এমনই দাবি করেন সিবিআইয়ের (CBI) আইনজীবী ৷ তারপরেই এই মামলায় পার্থকে 21 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত ৷
আরও পড়ুন : 21 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে পার্থ
Last Updated : Sep 16, 2022, 6:54 PM IST