কলকাতা, 1 সেপ্টেম্বর : পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী মামলার সবে প্রাথমিক তদন্ত শুরু করেছে সিবিআই (CBI) ৷ কিন্তু এর মধ্যেই রাজ্য পুলিশের (West Bengal Police) বিস্তর গাফিলতি নজরে আসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৷ তাদের দাবি, রাজ্য পুলিশের দায়ের করা মামলার সঙ্গে বিস্তার ফারাক রয়েছে ওই একই ঘটনায় সিবিআইয়ের দায়ের করা মামলার । প্রাথমিক তদন্তের পর সিবিআইয়ের অভিযোগ, খুন ও বিশেষ করে ধর্ষণের ঘটনাকে গুরুত্ব দেয়নি রাজ্য পুলিশ ৷ তাই তদন্তকারী সংস্থার আতস কাচের তলায় রয়েছেন রাজ্য পুলিশের বেশ কয়েকজন আধিকারিক ।
এর মধ্যেই সিবিআই আধিকারিকের বিভিন্ন এফআইআর দাখিল করতে শুরু করেছে । এখনও পর্যন্ত 31টি এরকম এফআইআর দাখিল করেছে সিবিআই ৷ তার মধ্যে ধর্ষণের মামলা রয়েছে 6টি । 15টি খুনের মামলা এবং বাকি দশটি হল শ্লীলতাহানি, খুনের হুমকি, বাড়িতে অগ্নিসংযোগ বা এলাকায় সন্ত্রাস তৈরি করার মতো অপরাধ ।
ছয় সপ্তাহের মধ্যে আদালতে সিবিআইকে ভোট পরবর্তী হিংসার ঘটনায় স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে । সিবিআই সূত্র মারফত জানা যাচ্ছে, প্রাথমিকভাবে মনে করা হয়েছিল এই স্ট্যাটাস রিপোর্ট সিবিআইয়ের দাখিল করা প্রায় 84টি এফআইআরের উল্লেখ থাকবে । নাম প্রকাশে অনিচ্ছুক এক সিবিআই আধিকারিক বলেন, "কিন্তু এখন মনে হচ্ছে উল্লিখিত এফআইআরের সংখ্যা একশো ছাড়িয়ে যাবে স্ট্যাটাস রিপোর্টে ৷"