কলকাতা, 31 অগস্ট : এসএসসি দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Scam) ধৃত প্রসন্ন রায় এবং ধৃত প্রদীপ সিংকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় সিবিআই (CBI) । তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো । তদন্তে নেমে সিবিআইয়ের গোয়েন্দারা জানতে পেরেছেন যে প্রসন্ন রায় তাঁর নিজের জন্য শুধু নয়, বরং তাঁর ঘনিষ্ঠ বিভিন্ন আত্মীয় স্বজনের নামেও একাধিক সম্পত্তি বিভিন্ন জায়গায় কিনে রেখেছেন ।
এদিন নিউটাউনে প্রসন্ন রায়ের একাধিক নতুন ফ্ল্যাটের সন্ধান পেয়ে সেখানে তল্লাশি অভিযান চালান সিবিআইয়ের গোয়েন্দারা ৷ বাইরে মোতায়ন ছিল বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, এসএসসি দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই প্রদীপ সিং নামে একজন মিডিলম্যানের হদিস পেয়ে তাঁকে গ্রেফতার করে সিবিআই । পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) আত্মীয় এবং এসএসসি কাণ্ডে যুক্ত সন্দেহে নিউটনের ব্যবসায়ী প্রসন্ন রায়কেও গ্রেফতার করা হয় ৷