পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

SSC Recruitment Scam : নিয়োগ দুর্নীতিতে প্রসন্নকে প্রদীপের সামনে বসিয়ে জেরার ভাবনা সিবিআইয়ের - সিবিআই

নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) গ্রেফতার হয়েছেন প্রদীপ সিং ও প্রসন্ন রায় ৷ এবার দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছে সিবিআই (CBI) ৷

cbi-plans-face-to-face-interrogation-of-prasanna-and-pradip-in-ssc-recruitment-scam
SSC Recruitment Scam : নিয়োগ দুর্নীতিতে প্রসন্নকে প্রদীপের সামনে বসিয়ে জেরার ভাবনা সিবিআইয়ের

By

Published : Aug 31, 2022, 5:25 PM IST

কলকাতা, 31 অগস্ট : এসএসসি দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Scam) ধৃত প্রসন্ন রায় এবং ধৃত প্রদীপ সিংকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় সিবিআই (CBI) । তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো । তদন্তে নেমে সিবিআইয়ের গোয়েন্দারা জানতে পেরেছেন যে প্রসন্ন রায় তাঁর নিজের জন্য শুধু নয়, বরং তাঁর ঘনিষ্ঠ বিভিন্ন আত্মীয় স্বজনের নামেও একাধিক সম্পত্তি বিভিন্ন জায়গায় কিনে রেখেছেন ।

এদিন নিউটাউনে প্রসন্ন রায়ের একাধিক নতুন ফ্ল্যাটের সন্ধান পেয়ে সেখানে তল্লাশি অভিযান চালান সিবিআইয়ের গোয়েন্দারা ৷ বাইরে মোতায়ন ছিল বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, এসএসসি দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই প্রদীপ সিং নামে একজন মিডিলম্যানের হদিস পেয়ে তাঁকে গ্রেফতার করে সিবিআই । পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) আত্মীয় এবং এসএসসি কাণ্ডে যুক্ত সন্দেহে নিউটনের ব্যবসায়ী প্রসন্ন রায়কেও গ্রেফতার করা হয় ৷

এই প্রসন্ন রায়ের থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা । এবার প্রসন্ন রায় এবং প্রদীপ সিংকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চান সিবিআইয়ের গোয়েন্দারা । নিজাম প্যালেস সূত্রে এমনটাই জানা গিয়েছে । সূত্রের খবর, তাদের বয়ান রেকর্ড করা হবে ৷ তার পর সেই বয়ানের ভিত্তিতে তাদের মুখোমুখি বসিয়ে ক্রস কোশ্চেনিং করা হবে ৷

অন্যদিকে ধৃত প্রদীপ সিং কে জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গোয়েন্দারা । এছাড়াও এসএসসির তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার সঙ্গে প্রসন্ন রায়ের যোগাযোগের বিষয়টি প্রদীপই সিবিআইকে জানিয়েছিল বলে খবর ৷ তাই প্রদীপ সিং এবং প্রসন্ন রায়কে মুখোমুখি বসিয়ে জেরা করা এবং তাঁদের বয়ান রেকর্ড করা অত্যন্ত প্রয়োজন বলে মনে করছে সিবিআই ৷

আরও পড়ুন :নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করতেই কি প্রযোজক হওয়ার পরিকল্পনা ছিল প্রসন্নর

ABOUT THE AUTHOR

...view details