কলকাতা, 7 এপ্রিল : হাসপাতালে ভর্তি হওয়ার 24 ঘণ্টা কেটে যাওয়ার পর অনুব্রত মণ্ডল এখন কেমন আছেন, তা জানতেই বৃহস্পতিবার নিজাম প্যালেস থেকে সিবিআইয়ের এক আধিকারিক হাজির হন এসএসকেএমে (CBI Official Visits SSKM to know Health Condition of Anubrata Mondal) ৷ প্রথমে তিনি এসএসকেএম হাসপাতালে সুপারের সঙ্গে দেখা করতে যান । সুপারের সঙ্গে কয়েক মিনিট কথা বলেন সিবিআইয়ের ওই আধিকারিক । এর পরেই সুপারের ঘর থেকে বেরিয়ে তিনি অনুব্রত মণ্ডলের কয়েকজন চিকিৎসকের সঙ্গেও কথা বলেন । এরপর সেখান থেকে বেরিয়ে আসেন সিবিআইয়ের ওই আধিকারিক ।
জানা গিয়েছে, এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) তরফে সিবিআইয়ের ওই আধিকারিককে জানানো হয়েছে, এখনও অনুব্রত মণ্ডল যথেষ্ট সংকটজনক অবস্থায় রয়েছেন । মাঝেমধ্যেই তাঁর শ্বাসকষ্ট চলছে । বর্তমানে তিনি মেডিক্যাল বোর্ডের অবজারভেশনে রয়েছেন । ফলে এই ক্ষেত্রে অনুব্রত মণ্ডলের কোনও মানসিক চাপ নেওয়ার ক্ষমতা নেই ।