কলকাতা, 26 জুলাই : তৃণমূল সাংসদ ডেরেক ও' ব্রায়েনকে নোটিশ CBI-র । সারদা তদন্তে তাঁকে নোটিশ পাঠানো হয়েছে । তাঁকে জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।
ডেরেক ও' ব্রায়েনকে নোটিশ CBI-র - ডেরেক ও' ব্রায়েন
ডেরেক ও' ব্রায়েনকে নোটিশ CBI-র । তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ।
সূত্রের খবর, সারদার টাকা তৃণমূলের কোনও প্রভাবশালীর কাছে পৌঁছেছিল কি না তা জানতেই ডেরেককে ডেকে পাঠানো হয়েছে । এর আগেও ডেরেক ও' ব্রায়েনকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছিল CBI । কিন্তু, সংসদ চলার জন্য সেসময় তিনি হাজির হতে পারেননি ।
এই বিষয়ে ডেরেক ও' ব্রায়েন টুইটে লেখেন, "জাগো বাংলা তৃণমূলের সংবাদপত্র । এর প্রকাশক আমি । একমাস আগে পত্রিকার সম্পাদক সুব্রত বক্সীকে ডাকে CBI । এখন, 25 জুলাই দুপুর ২টোর সময় প্রকাশককে নোটিশ পাঠিয়েছে । গতকাল রাজ্যসভায় RTI সংশোধনীর বিরোধিতা করে তৃণমূল । তারও সময় ছিল দুপুর ২টো ।"