কলকাতা, 15 সেপ্টেম্বর : ইডির পর এবার পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) হেফাজতে নিতে চায় সিবিআই (CBI) । এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Scam) এবার তদন্তের জন্যই সিবিআই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে হেফাজতে নিতে চায় । আজ আলিপুর আদালতে সিবিআইয়ের তরফে এই নিয়ে আবেদন জানানো হয়েছে ৷
সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) গ্রেফতার করে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডের বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে পার্থ এবং অর্পিতাকে গ্রেফতার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা ।
যদিও এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে কলকাতার নিজাম প্যালেসে একবার হাজিরা দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় । জিজ্ঞাসাবাদ করে তাঁকে ছেড়ে দেয় সিবিআই । কিন্তু আচমকাই ওই মামলায় বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি । ফলে দীর্ঘ ইডি (ED) হেফাজত কাটিয়ে বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) প্রাক্তন মহাসচিব ।