কলকাতা, 21 মে : টানা তিনদিন ধরে জেরার পরও পরেশচন্দ্র অধিকারীর (Bengal Minister Paresh Chandra Adhikary) বয়ানে সন্তুষ্ট নয় সিবিআই ৷ কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর সূত্র থেকে এমনই খবর মিলেছে ৷ ওই সূত্রের দাবি, শনিবারের মতো রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীকে ছেড়ে দেওয়া হলেও আগামিকাল আবার তাঁকে ডাকা হতে পারে (CBI may Summon Paresh Chandra Adhikary again) ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, এসএসসি নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) পরেশ অধিকারীর বিরুদ্ধে মেয়ে অঙ্কিতাকে অনৈতিকভাবে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে ৷ কলকাতা হাইকোর্টই (Calcutta High Court) পরেশকে জেরা করতে নির্দেশ দিয়েছে ৷ কিন্তু তিনি প্রথম নির্দেশে হাজিরা না দেওয়ায় তাঁর ও তাঁর মেয়ে অঙ্কিতার বিরুদ্ধে এফআইআরও করে সিবিআই ৷
তার পর গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ প্রথমবার সিবিআইয়ের দফতর কলকাতার নিজাম প্যালেসে হাজির হন পরেশ অধিকারী ৷ প্রথমদিন কয়েকঘণ্টা জেরার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় ৷ দ্বিতীয়দিন শুক্রবার তিনি প্রায় সাড়ে ন’ঘণ্টা নিজাম প্যালেসে ছিলেন ৷ সূত্রের খবর, তাঁকে প্রায় তিনঘণ্টা একটা ঘরে বসিয়ে রাখা হয়েছিল ৷ তার পর তাঁকে জেরা করা হয় ৷