পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jan 14, 2021, 6:10 PM IST

ETV Bharat / city

বিনয় মিশ্রর ভাইয়ের বিরুদ্ধে লুক আউট নোটিস সিবিআইয়ের

সিবিআই সূত্র জানা গিয়েছে, সম্প্রতি গোয়েন্দাদের হাতে এমন কিছু তথ্য এসেছে, যাতে পরিষ্কার যে বিনয় মিশ্রের মতো তাঁর ভাই বিকাশ মিশ্রও গোরু ও কয়লা পাচার কাণ্ডে জড়িত । এরপরই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে ৷

cbi-issue-look-out-notice-against-binoy-mishras-brother Bikash Mishra
cbi-issue-look-out-notice-against-binoy-mishras-brother Bikash Mishra

কলকাতা, 14 জানুয়ারি : যত দিন গড়াচ্ছে ততই গোরু ও কয়লা পাচার কাণ্ডের সিবিআই তদন্তে উঠে আসছে নতুন নতুন প্রভাবশালীর নাম । তৃণমূল যুব কংগ্রেস নেতা বিনয় মিশ্রর পরে এবার নাম এল তাঁর ভাই বিকাশ মিশ্রর । ইতিমধ্যে সিবিআই বিকাশকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে, তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি করা হয়েছে ।

কিছুদিন আগে বিনয় মিশ্রর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । সিবিআই সূত্র জানা গিয়েছে, সম্প্রতি গোয়েন্দাদের হাতে এমন কিছু তথ্য এসেছে, যাতে পরিষ্কার যে বিনয় মিশ্রের মতো তাঁর ভাই বিকাশ মিশ্রও গোরু ও কয়লা পাচার কাণ্ডে জড়িত । এই পরিস্থিতিতে বিকাশ মিশ্রকে জিজ্ঞাসাবাদের জন্য চলতি মাসের 15 কিংবা 16 তারিখে নিজাম প্যালেসের সিবিআই কার্যালয়ে হাজিরা দিতে বলা হয়েছে । সিবিআই আধিকারিকদের অনুমান, বিকাশকে চাপ দিলেই ফেরার বিনয় মিশ্রকে চাপে ফেলা যাবে ।

আরও পড়ুন : আর্ন্তজাতিক গোরু পাচারকারীকে ধরতে দিনভর হানা CBI-র

এদিকে, পাচারচক্রের পাণ্ডা ফেরার অনুপ মাজি, ওরফে লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে । আসানসোলের বিশেষ আদালতে দাখিল করা সিবিআইর পিটিশনের শুনানির পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দু'টি গুরুত্বপূর্ণ অনুমতি পেয়েছে ৷ প্রথমটি হল, লালার আসানসোল, রানিগঞ্জ এবং পুরুলিয়ার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা যাবে ৷ দ্বিতীয়ত, লালাকে সরকারিভাবে ফেরার ঘোষণা করতে পারবে তদন্তকারী সংস্থা । এরপরই লালার সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া শুরু হয়েছে । আদালতের অনুমতি নিয়ে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে ।

আরও পড়ুন : গোরু পাচারের টাকার ভাগ পায় কারা ? তদন্তে CBI

এছাড়াও গোরু ও কয়লা পাচারকাণ্ডে রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা ৷ তল্লাশি চালানো হয়েছে লালা ঘনিষ্ঠদের বাড়িতেও ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details