পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Post Poll Violence : কিছু অভিযুক্তের আগাম আইনি কবচ খারিজ করতে তৎপর সিবিআই - পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা

ভোট পরবর্তী হিংসার মামলায় কিছু অভিযুক্তের আগাম আইনি কবচ খারিজ করতে তৎপর হল সিবিআই ৷ তদন্তকারী সংস্থার অভিযোগ, তারা তদন্তভার গ্রহণ করার আগেই অনেক অভিযুক্ত আগাম আইনি সুরক্ষা নিয়ে রেখেছে ৷ সেগুলিই খারিজ করতে পদক্ষেপ করার কথা ভাবছে সিবিআই ৷

কিছু অভিযুক্তের আগাম আইনি কবচ খারিজ করতে তৎপর সিবিআই
কিছু অভিযুক্তের আগাম আইনি কবচ খারিজ করতে তৎপর সিবিআই

By

Published : Sep 8, 2021, 10:23 AM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর : রাজ্যে ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) ঘটনায় অভিযুক্তদের নিয়ে রাখা আগাম আইনি কবচ খারিজ করতে তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) ৷ তাদের অভিযোগ, এই মামলায় তারা যে তদন্তে নামবে, তা আগাম অনুধাবন করতে পেরেছিল জেলায় জেলায় অশান্তি সৃষ্টিকারীদের একাংশ । আদালতের আদেশ অনুযায়ী যখন রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় তদন্তভার গ্রহণ করল সিবিআই, ঠিক তার আগেই নিজেদের বিপদের কথা মাথায় রেখে অনেক অভিযুক্তই আগাম আইনি সুরক্ষা নিয়ে রেখেছে । সেই আইনি কবচই তারা খারিজ করতে চাইছে ৷

অভিযোগ, তদন্তের স্বার্থে অভিযুক্তদের একাধিকবার কলকাতায় সিবিআইয়ের দফতরে তলব করা গেলেও আগাম আইনি সাহায্য নিয়ে থাকার কারণে তাদের একটি বিশেষ সময় অবধি গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে পারবেন না সিবিআইয়ের গোয়েন্দারা । এটাই এখন তদন্তের ক্ষেত্রে ও কেস ডায়েরি সাজানোর ক্ষেত্রে প্রতিবান্ধকতা হয়ে দাঁড়িয়েছে সিবিআইয়ের কাছে । সিবিআই সূত্রে খবর, গোয়েন্দারা জেলায় জেলায় ঘুরে ভোট পরবর্তী হিংসার ঘটনায় অভিযুক্তদের নামের তালিকা তৈরি করেছেন ৷ মোট কতজন অভিযুক্ত গ্রেফতারির ভয়ে আগাম আইনি সুরক্ষা নিয়ে রেখেছেন তারও তালিকা তৈরি করা হয়েছে ৷ এরপর সিবিআইয়ের তরফে আদালতে গিয়ে প্রত্যেকের বিরুদ্ধে এই আগাম আইনি সুরক্ষা বাতিলের আর্জি জানাবেন তাঁরা । পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা প্রমাণ করার কথাও ভাবছেন গোয়েন্দারা ৷ এখন এই বিষয়টিই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখছে সিবিআই ৷

ভোট পরবর্তী হিংসার তদন্তে নেমে এখনও পর্যন্ত সিবিআই চারটি চার্জশিট পেশ করেছে । তাছাড়া তদন্তে নেমে এবার জেলার একাধিক হাসপাতালে, যেখানে অত্যাচারিতরা চিকিৎসাধীন ছিলেন, বেছে বেছে সেই সব হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন সিবিআইয়ের গোয়েন্দারা । মূলত অত্যাচারিত ব্যক্তি বা যাঁরা খুন হয়েছেন, তাঁদের শরীরে কী প্রকৃতির আঘাত ছিল ? কী অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল ? পাশাপাশি পুলিশ কী সাহায্য করেছিল ? তা সবই জানার চেষ্টা করছে সিবিআই ।

আরও পড়ুন : CBI : ভোট পরবর্তী হিংসার তদন্তের অগ্রগতি জানতে ডিআইজি অখিলেশ সিংকে দিল্লিতে তলব সিবিআইয়ের

ABOUT THE AUTHOR

...view details