কলকাতা, 20 জানুয়ারি: তৃণমূল যুব কংগ্রেস নেতা বিনয় মিশ্রকে একাধিকবার তলব করেছিল সিবিআই । কিন্তু প্রতিবারই হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি । এবার তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে চলেছে সিবিআই ।
এর আগে বিনয় মিশ্রকে নাগালে পাওয়ার জন্য তাঁর কলকাতার একাধিক বাড়িতেও তল্লাশি চালিয়েছিল সিবিআই । একাধিকবার চিঠি দিয়ে হাজিরার জন্য তলবও করেছিল তারা ৷ বিনয় মিশ্র হাজিরা না দেওয়ায় এবার তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলে সূত্রের খবর ।