পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বিনয় মিশ্রর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে চলেছে সিবিআই - বিনয় মিশ্র

এর আগে বিনয় মিশ্রকে নাগালে পাওয়ার জন্য তাঁর কলকাতার একাধিক বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই ।

cbi-is-going-to-issue-an-arrest-warrant-against-binoy-mishra
cbi-is-going-to-issue-an-arrest-warrant-against-binoy-mishra

By

Published : Jan 20, 2021, 8:46 PM IST

কলকাতা, 20 জানুয়ারি: তৃণমূল যুব কংগ্রেস নেতা বিনয় মিশ্রকে একাধিকবার তলব করেছিল সিবিআই । কিন্তু প্রতিবারই হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি । এবার তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে চলেছে সিবিআই ।

এর আগে বিনয় মিশ্রকে নাগালে পাওয়ার জন্য তাঁর কলকাতার একাধিক বাড়িতেও তল্লাশি চালিয়েছিল সিবিআই । একাধিকবার চিঠি দিয়ে হাজিরার জন্য তলবও করেছিল তারা ৷ বিনয় মিশ্র হাজিরা না দেওয়ায় এবার তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলে সূত্রের খবর ।

আরও পড়ুন: বিনয় মিশ্রর ভাইয়ের বিরুদ্ধে লুক আউট নোটিস সিবিআইয়ের

এদিকে আজই সিবিআই দপ্তরে হাজিরা দেন বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র । তাঁকে গোরুপাচার ও কয়লা পাচারকাণ্ডে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । কীভাবে তারা টাকা আনত, তা গোয়েন্দারা জানতে চাইছেন বলে সূত্রের খবর ।

ABOUT THE AUTHOR

...view details