কলকাতা, 18 মে :নারদ মামলায় আজই (মঙ্গলবার) সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করতে চলেছে সিবিআই ৷ সূত্রের খবর, মামলাটি অন্য রাজ্য়ে সরিয়ে নিয়ে যেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ আর তার জন্যই এই পদক্ষেপ করা হচ্ছে ৷
সোমবারই নারদ মামলায় রাজ্য়ের দুই মন্ত্রী-সহ মোট চার হেভিওয়েটকে গ্রেফতার করে সিবিআই ৷ ধৃতদের তালিকায় রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্য়ায় ৷ যেভাবে তাঁদের গ্রেফতার করা হয়, তা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷
এই প্রেক্ষাপটে ইতিমধ্যেই বিধানসভার স্পিকারকে ইনটিমেশন দেওয়া হয়েছে সিবিআইয়ের তরফে ৷ কেন অভিযুক্ত চারজনকে গ্রেফতার করা হল, তাতে তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে দাবি সূত্রের ৷
এই টানাপোড়েনের মধ্যেই এদিন নিজাম প্যালেসে এসে পৌঁছন সিবিআই আধিকারিকরা ৷ পৌঁছন সিবিআইয়ের আইনজীবীরাও ৷ সিবিআই সূত্রের খবর, এরপর দিল্লিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন তাঁরা ৷ সংশ্লিষ্ট মামলাটি যাতে অন্য রাজ্যে নিয়ে যাওয়া যায়, সে বিষয়েই আলোচনা করা হবে ৷
আরও পড়ুন :কী বললেন ম্যাথু
সিবিআই সূত্রে খবর, তারা আদালতে জানাবে যে এই ঘটনায় যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁরা সকলেই অত্যন্ত প্রভাবশালী ৷ ইতিমধ্যেই তাঁদের গ্রেফতারির প্রতিবাদে সিবিআইয়ের কলকাতার কার্যালয়ের সামনে অশান্তি হয়েছে ৷ অশান্তির আঁচ ছড়িয়েছে রাজভবনের বাইরেও ৷ আর সেই কারণেই আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই মামলা অন্য রাজ্যে নিয়ে যাওয়া দরকার ৷ তাতে তদন্ত প্রক্রিয়া ও মামলার কাজও সুষ্ঠভাবে চালানো যাবে ৷ এই মর্মেই ক্যাভিয়েট দাখিল করা হবে দেশের শীর্ষ আদালতে ৷