কলকাতা, 10 মে : বীরভূমের বগটুই কাণ্ড থেকে শুরু করে পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস নেতা তপন কান্দু খুনের ঘটনার তদন্তে গতি শ্লথ, দাবি করছে পরিবারগুলি । বীরভূমের বগটুই কাণ্ডে তদন্তে নেমে এখনও পর্যন্ত সিবিআই সেভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারেনি । ঠিক একইভাবেই পুরুলিয়ার ঝালদায় তপন কান্দু খুনের ঘটনায় এখনও পর্যন্ত কিনারা করে উঠতে পারেনি সিবিআই । প্রশ্ন উঠেছে কেন এত দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও সিবিআই ঠিকভাবে তদন্তে গতি আনতে ব্যর্থ হচ্ছে !
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে ইদানীং অনেক অপরাধের তদন্তের দায়িত্ব সিবিআইয়ের কাঁধে এসে পড়ছে । কিন্তু তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ থেকে শুরু করে, এলাকার লোকজনের সঙ্গে কথা বলা এবং তাদের মন বুঝে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার একটি বিশেষ কৌশল রয়েছে । কিন্তু ইদানীং একাধিক তদন্ত প্রক্রিয়া আচমকাই সিবিআইয়ের কাছে চলে আসার ফলে পর্যাপ্ত তদন্তকারী আধিকারিক না থাকায় গুরুত্বপূর্ণ মামলার তদন্ত গতি শ্লথ হচ্ছে (CBI Investigation in Bengal)।