কলকাতা, 14 জুন : 6 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরেও রুজিরার জবাবে সন্তুষ্ট নয় সিবিআই ৷ কয়লাপাচার-কাণ্ডে (Coal Smuggling Case) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে সিবিআই ৷ আজ বেলা সাড়ে এগারোটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হন সিবিআই আধিকারিকরা (CBI to Interrogate Rujira Banerjee in Coal Smuggling Case) ৷ মোট 8 সদস্যের একটি দল তাঁকে জিজ্ঞাসাবাদ করে ৷
এদিন টানা 6 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে । কয়লাপাচার কাণ্ডের কোটি কোটি টাকা বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছে এমন অভিযোগ এনে তাঁকে এদিন ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা । কিন্তু 6 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরেও একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন অভিষেকপত্নী । মূলত কীভাবে কয়লাপাচারের টাকা বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছিল সেই বিষয়ে কোনও তথ্য সিবিআই পাইনি ।