কলকাতা, 2 জুন : এসএসসির নিয়োগ দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Scam) মামলাকারী ববিতা সরকার কোথা থেকে যাবতীয় নথি পেয়েছিলেন, তা জানার জন্য আজ নিজাম প্যালেসে তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা । সঙ্গে রয়েছেন তাঁর আইনজীবীও । এসএসসির মেধাতালিকা ববিতা সরকারের নাম ওয়েটিং লিস্টে ছিল ।
সিবিআই (CBI) সূত্রের খবর, ববিতা সরকারের নামের জায়গায় রহস্যজনকভাবে নাম উঠে এসেছিল শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর (Bengal Minister Paresh Adhikari) মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম । এদিন ববিতা সরকারের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁর বয়ান রেকর্ড করেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা । ববিতার কাছে মূলত জানতে চাওয়া হয়, তিনি এসএসসির দুর্নীতির কথা কোথা থেকে জানতে পারলেন ?
প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Bengal Minister Partha Chatterjee) এবং রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে একাধিকবার নিজাম প্যালেসে তলব করে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ৷ তাঁদের বয়ান রেকর্ড করেন তদন্তকারী আধিকারিকরা ।