কলকাতা, 5 এপ্রিল : স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে সোমবারই এসএসসি'র উপদেষ্টা কমিটির চার সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই ৷ নথিভুক্ত হয়েছিল তাদের বয়ান । সেই বয়ানের সূত্র ধরে মঙ্গলবার সিবিআই আধিকারাকরা আরেক দফা জিজ্ঞাসাবাদ করেন এসএসসি'র উপদেষ্টা কমিটির প্রাক্তন আহ্বায়ক শান্তিপ্রসাদ সিনহাকে (CBI interrogate ex SSC advisor SP Sinha) ৷ সূত্রের খবর, এদিন শান্তিপ্রসাদের জবাবে সন্তুষ্ট হননি সিবিআই আধিকারিকরা ৷ অনেক প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছেন তিনি ৷ উল্লেখ্য, এরআগে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গত সপ্তাহেও একবার শান্তিপ্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ৷
SSC Recruitment Case : এসএসসি মামলায় ফের শান্তিপ্রসাদকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, জবাবে সন্তুষ্ট নন তদন্তকারীরা
সিবিআই সূত্রে খবর, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার ( SSC Recruitment Case ) তদন্তে ফের তলব করা হতে পারে এসপি সিনহাকে ৷
আরও পড়ুন : হাইকোর্টের নির্দেশে রাতেই এসএসসির প্রাক্তন উপদেষ্টার বাড়িতে সিবিআই
সিবিআই সূত্রে খবর, সোমবার এসএসসি উপদেষ্টা কমিটির চার সদস্যকে জি়জ্ঞাসাবাদে যেসব তথ্য পাওয়া গিয়েছিল, সেই বক্তব্যের সঙ্গে এসপি সিনহার বক্তব্যে অমিল পাওয়া গিয়েছে ৷ এদিন নিজাম প্যালেসে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় শান্তিপ্রসাদ সিনহাকে ৷ তার জবাবে এদিন সন্তুষ্ট না হওয়ায় ফের এসএসসি'র উপদেষ্টা কমিটির প্রাক্তন আহ্বায়ক শান্তিপ্রসাদকে তলব করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, নিজাম প্যালেস সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে ৷
TAGGED:
SSC Recruitment Case