পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

TET Recruitment Scam: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি! মামলাকারীকে ডেকে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর - নিজাম প্যালেস

প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির (TET Recruitment Scam) অভিযোগ ৷ মামলাকারীকে নিজাম প্যালেসে ডেকে পাঠাল সিবিআই ৷ রবিবার সৌমেন নন্দী নামে ওই মামলাকারীর বয়ান রেকর্ড করা হয় ৷

cbi interrogate plaintiff in nizam palace in TET Recruitment Scam case
TET Recruitment Scam: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি! মামলাকারীকে ডেকে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর

By

Published : Jun 12, 2022, 2:21 PM IST

কলকাতা, 12 জুন:এসএসসি দুর্নীতি (SSC Recruitment Scam) নিয়ে তদন্তের মধ্য়েই এবার প্রাথমিকের চাকরিপ্রার্থী (টেট উত্তীর্ণ) এক মামলাকারীকেও তলব করল সিবিআই (CBI) ৷ সূত্রের খবর, কেন্দ্রীয় গোয়েন্দাদের ডাক পেয়ে রবিবার সকালেই কলকাতায় সিবিআই-এর স্থানীয় দফতর, অর্থাৎ নিজাম প্যালেসে আসেন সৌমেন নন্দী নামে ওই মামলাকারী ৷ সিবিআই-এর একজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক এদিন তাঁর সঙ্গে কথা বলেন ৷ তবে, গোয়েন্দাদের মুখোমুখি হওয়ার আগে বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি সৌমেন ৷

2014 সালের টেট-এ অনুত্তীর্ণ হয়েও অনেকে প্রাথমিকের শিক্ষক পদে চাকরি পেয়ে গিয়েছেন বলে নানা মহলে অভিযোগ উঠেছে ৷ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এই বিষয়টিকে তুলে ধরেই মামলা রুজু করেছেন সৌমেন ৷ এদিকে, এসএসসি-র পাশাপাশি প্রাথমিকেও শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের (CBI Investigation) নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বলা হয়েছে, এই মামলায় চন্দন মণ্ডল নামে এক ব্যক্তির নাম উঠে আসছে ৷ যিনি মোটা টাকার বিনিময়ে একাধিক ব্যক্তিকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ ৷ বিষয়টি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে খতিয়ে দেখতে বলা হয়েছে ৷ সেই মতোই এবার টেট-এর নিয়োগ বিতর্ক (TET Recruitment Scam) নিয়েও তদন্তের কাজ শুরু করল সিবিআই ৷

আরও পড়ুন:Calcutta HC slams Nadia teacher: বিধায়কের সুপারিশে চাকরি পেয়েছিলেন ? নদিয়ার শিক্ষককে ভর্ৎসনা হাইকোর্টের

সূত্রে খবর, প্রয়োজনে চন্দন মণ্ডল নামে অভিযুক্ত ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়েও জেরা করতে পারেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ তাঁদের সেই ছাড়পত্র দিয়ে রেখেছে আদালত ৷ পাশাপাশি, এই মামলায় এরাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন্দ্রনাথ বিশ্বাসকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ আদালতের নির্দেশ, আগামী 15 জুন একটি মুখবন্ধ খামে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে সিবিআই-কে ৷ সূত্রের খবর, যত দ্রুত সম্ভব এই তদন্তের জাল গুটিয়ে আনতে চাইছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷

এই প্রেক্ষাপটে রবিবার (12 জুন, 2022) নিজাম প্যালেসে আসেন টেট-এর মামলাকারী সৌমেন নন্দী ৷ সূত্রের খবর, এদিন নিজাম প্য়ালেসে তাঁর বয়ান রেকর্ড করেন তদন্তকারী আধিকারিকরা ৷ তাঁর সঙ্গে কী ঘটনা ঘটেছিল, কেন তিনি নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলছেন, গোটা ঘটনায় কোনও প্রভাবশালীর মদত রয়েছে কিনা, ইত্যাদি বিষয় নিয়ে সৌমেনকে প্রশ্ন করা হয় ৷ আগামী রবিবার তাঁকে ফের নিজাম প্যালেসে আসতে বলা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details