কলকাতা, 6 সেপ্টেম্বর: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) পাশাপাশি এ বার তাঁর চার্টার্ড অ্যাকাউনটেন্ট মণীশ কোঠারির সম্পত্তির (Disproportionate asset) উপর নজর রেখেছে সিবিআই (CBI)। জানা গিয়েছে যে, কোঠারি যেহেতু অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ, সেই প্রভাবকে কাজে লাগিয়েই তিনি এলাকায় কোটি কোটি টাকার সাম্রাজ্যের মালিক হয়েছেন ৷ এমনই অভযোগ সিবিআই-এর ৷
জানা গিয়েছে, বোলপুরের রূপপুরে সরকারি খাস জমি এবং পাট্টা জমি দখলের অভিযোগ রয়েছে মণীশ কোঠারির (Manish Kothari) বিরুদ্ধে । সিবিআই-এর অভিযোগ, বোলপুরে গিয়ে তারা একটি বাগান বাড়ির হদিশ পায় ৷ সেই বাগান বাড়ির মালিক হলেন মণীশ কোঠারি ৷ কিন্তু এলাকার বাসিন্দাদের অভিযোগ, বছরখানেক আগে সেই বাগান বাড়ি ছিল একটি ধান জমি । অভিযোগ, অভিযুক্তদের মাথার উপর কোনও প্রভাবশালীর হাত না থাকলে, সরকারি খাস জমি নিয়ে এই ভাবে জালিয়াতি করা সহজ নয় ৷