পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Anubrata Mondal: এবার অনুব্রত-ঘনিষ্ঠ মণীশের বেআইনি সম্পত্তির হদিশ পেল সিবিআই

অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) পাশাপাশি এ বার তাঁর চার্টার্ড অ্যাকাউনটেন্ট মণীশ কোঠারির সম্পত্তির (Disproportionate asset) উপর নজর রেখেছে সিবিআই (CBI)।

CBI finds disproportionate assets of Anubrata Mondal Accountant Manish Kothari
এবার অনুব্রতর চার্টার্ড অ্যাকাউনটেন্টে আয়ের বহির্ভূত সম্পত্তির হদিশ পেল সিবিআই

By

Published : Sep 6, 2022, 5:51 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) পাশাপাশি এ বার তাঁর চার্টার্ড অ্যাকাউনটেন্ট মণীশ কোঠারির সম্পত্তির (Disproportionate asset) উপর নজর রেখেছে সিবিআই (CBI)। জানা গিয়েছে যে, কোঠারি যেহেতু অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ, সেই প্রভাবকে কাজে লাগিয়েই তিনি এলাকায় কোটি কোটি টাকার সাম্রাজ্যের মালিক হয়েছেন ৷ এমনই অভযোগ সিবিআই-এর ৷

জানা গিয়েছে, বোলপুরের রূপপুরে সরকারি খাস জমি এবং পাট্টা জমি দখলের অভিযোগ রয়েছে মণীশ কোঠারির (Manish Kothari) বিরুদ্ধে । সিবিআই-এর অভিযোগ, বোলপুরে গিয়ে তারা একটি বাগান বাড়ির হদিশ পায় ৷ সেই বাগান বাড়ির মালিক হলেন মণীশ কোঠারি ৷ কিন্তু এলাকার বাসিন্দাদের অভিযোগ, বছরখানেক আগে সেই বাগান বাড়ি ছিল একটি ধান জমি । অভিযোগ, অভিযুক্তদের মাথার উপর কোনও প্রভাবশালীর হাত না থাকলে, সরকারি খাস জমি নিয়ে এই ভাবে জালিয়াতি করা সহজ নয় ৷

মণীশ কোঠারির বিরুদ্ধে বোলপুর এলাকায় একাধিক জলা জমি এবং পাট্টা জমি জবরদখল করার অভিযোগ রয়েছে । সেই নিয়ে কোঠারিকে যাবতীয় কাগজপত্র থেকে শুরু করে দলিল সিবিআইয়ের অফিসে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে নিজাম প্যালেস সূত্রের খবর ।

আরও পড়ুন:অনুব্রতর আরও সম্পত্তির 'হদিশ' পেল সিবিআই

ইতিমধ্যেই গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে লাগাতার জিজ্ঞাসাবাদ করে সিবিআই-এর গোয়েন্দারা জানতে পেরেছেন, অনুব্রত মণ্ডলের সম্পত্তির যাবতীয় হিসাব রাখতেন মণীশ কোঠারি । আর এই কোঠারিকে জিজ্ঞাসাবাদ করেই অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউনটেন্ট মণীশ কোঠারির আয়ের বহির্ভূত একাধিক সম্পত্তির হদিশ পেল সিবিআই ।

ABOUT THE AUTHOR

...view details