কলকাতা, 21 মে : এসএসসির গ্রুপ-সি তে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে এবার সিবিআইয়ের তরফে নয়া এফআইআর করা হল (CBI Files New FIR in SSC Recruitment Scam) । সংশ্লিষ্ট এফআইআর-এ প্রথমেই নাম রয়েছে এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার । দ্বিতীয় নাম রয়েছে সমরজিৎ আচার্যর। তিনি এসএসসির প্রোগ্রামার ছিলেন । তিন নম্বরে নাম রয়েছে সৌমিত্র সরকারের ৷ তিনি এসএসসির তৎকালীন চেয়ারম্যান । চার নম্বরে নাম অশোককুমার সাহা, তিনি এসএসসির তৎকালীন সেক্রেটারি ছিলেন । পাঁচ নম্বরে নাম রয়েছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের ৷ তিনি এসএসসির সভাপতি ছিলেন ।
ইতিমধ্যেই এসপি সিনহা-কে একাধিকবার নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই । গতকাল রাতেও নথিপত্র নিয়ে তিনি হাজির হয়েছিলেন নিজাম প্যালেসে । সিবিআই সূত্রের খবর, এসএসসির এই কয়েকজন তৎকালীন আধিকারিক ছাড়াও আরও বেশ কয়েকজন আধিকারিক এই দুর্নীতি মামলায় সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন ৷ তাঁদের নাম ইতিমধ্যেই পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা । প্রয়োজনে সেই আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে নিজাম প্যালেসে ।