কলকাতা, 8 এপ্রিল : গতকাল আদালতে পেশ করা হলফনামায় যে নথি সামনে এসেছে তাতে এটা পরিষ্কার নয় যে, নবম-দশমে নিয়োগ সংক্রান্ত কোনও বৈঠক আদৌ হয়েছিল কি না ৷ তৎকালীন উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহা কনভেনর হিসাবে বিজ্ঞপ্তি জারি করলেও বৈঠক শেষ পর্যন্ত হয়নি বলে শুক্রবার আদালতে জানান অভিযুক্তের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। শান্তিপ্রসাদের আইনজীবীকে পালটা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ধমকের সুরে বলেন, "শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে কোনও লাভ নেই।"
সিবিআইয়ের তরফে আইনজীবী জানান, আদালতের নির্দেশমত স্টেট লেভেল সিলেকশন টেস্টের মাধ্যমে নবম-দশম শ্রেণিতে নিয়োগ মামলায় এফআইআর দায়ের হয়েছে ইতিমধ্যেই ৷ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকদের জিজ্ঞাসাবাদের জন্য। এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, যে 27 জনকে এসএলএসটি-র মাধ্যমে সহ-শিক্ষক হিসাবে নিয়োগপত্র দেওয়া হয়েছিল, তাদের নাম এবং তথ্য মামলাকারীকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে আজকেই ৷ স্কুল সার্ভিস কমিশনও সিবিআই আধিকারিকদের হাতে প্রয়োজনীয় তথ্য তুলে দেবে ৷ 13 এপ্রিল ফের এই মামলার শুনানি।