পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

FIR against Paresh Adhikary : কন্যা-সহ পরেশ অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের সিবিআইয়ের - CBI files FIR against Paresh Chandra Adhikary and his daughter

পরেশ চন্দ্র অধিকারী এবং তাঁর মেয়ের নামে এফআইআর দায়ের করল সিবিআই (CBI files FIR against Paresh Chandra Adhikary and his daughter) ।

FIR against Paresh and daughter
পরেশ অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের সিবিআইয়ের

By

Published : May 19, 2022, 4:15 PM IST

Updated : May 19, 2022, 7:43 PM IST

কলকাতা, 19 মে : এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী এবং তাঁর মেয়ের নামে এফআইআর দায়ের করল সিবিআই । অপরাধমূলক ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাট-সহ একাধিক ধারায় অভিযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI files FIR against Paresh Chandra Adhikary and his daughter) ।

সিবিআই সূত্রে খবর, তদন্তে সহযোগিতা করেননি পরেশ অধিকারী ৷ এই মর্মে তাঁর এবং তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা । মূলত আদালতের নির্দেশের পরেও তিনি নিজাম প্যালেসের সিবিআই দফতরে হাজিরা দেননি ।

প্রথমে উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসার পথে বর্ধমানে নেমে যান তিনি ৷ তারপরেই আইনজীবীর সাহায্য নেন । হাইকোর্টে হরিশ ট্যাণ্ডন এবং রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চে আপিল করেন তাঁরা ৷ যদিও ব্যক্তিগত কারণ দেখিয়ে ট্যাণ্ডন-সামন্তর বেঞ্চ মামলা থেকে সরে দাঁড়ালে মামলা যায় সুব্রত তালুকদারের বেঞ্চে ৷

আরও পড়ুন : বিমানবন্দরে নামলেই পরেশ অধিকারীকে সিবিআই দফতরে নিয়ে যাওয়ার নির্দেশ হাইকোর্টের

অন্যদিকে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পরেও সিবিআই দফতরে হাজিরা দেননি তিনি ৷ সিবিআই আধিকারিকরা মনে করছেন এর ফলে তিনি যেমন আদালত অবমাননা করেছেন, ঠিক তেমনই সিবিআই তদন্তেও সাহায্য করেননি । ফলে আদালতের নির্দেশে এফআইআর দায়ের করেই তদন্তে এগোচ্ছে সিবিআই ৷

Last Updated : May 19, 2022, 7:43 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details