পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বিনয় মিশ্রের বিরুদ্ধে চার্জশিট জমা সিবিআইয়ের - গরু পাচারকাণ্ড

বিনয় মিশ্র কাদের থেকে কোন খাতে কত টাকার লেনদেন করত তা নিয়ে চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই । আসানসোলের সিবিআই আদালতে আজ চার্জশিট জমা পড়ে ।

বিনয় মিশ্রের বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই
বিনয় মিশ্রের বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই

By

Published : Feb 24, 2021, 1:21 PM IST

কলকাতা, 24 ফেব্রুয়ারি : এবার বিনয় মিশ্রের বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই । গরু পাচারকাণ্ডে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে চার্জশিট জমা পড়েছে । বিনয় মিশ্র কাদের থেকে টাকা নিত, কোন খাতে টাকা ভাগ হত, তার বিস্তারিত উল্লেখ রয়েছে এই চার্জশিটে ।

ইতিমধ্যে বিনয় মিশ্রের একাধিক বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই । কিন্তু তার খোঁজ পায়নি তারা । তাকে তিনবার তলব করা হয় । কিন্তু কোনওবার তিনি হাজির হননি । তাকে ফেরার হিসেবে ঘোষণা করে সিবিআই । 22 মার্চের মধ্যে তাকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে । তা না হলে বিনয় মিশ্রর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছে আদালত । সিবিআই সূত্রের খবর, বিনয় মিশ্রের সঙ্গে দুবাইয়ের যোগ রয়েছে ।

আরও পড়ুন :বিনয় মিশ্রের আরও দুই দেশের পাসপোর্টের হদিস পেল সিবিআই

আসানসোলের সিবিআই আদালতে গত 8 ফেব্রুয়ারি চার্জশিট জমা দিয়েছিল সিবিআই । মূল অভিযুক্ত এনামূল হক, বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমার-সহ মোট সাতজনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে । এনামূল হকের গ্রেফতারির পরেই গরু পাচারকাণ্ডে বিনয় মিশ্রর নাম উঠে আসে । তারপর থেকে তার হদিশ নেই । বিনয়ের ভাই বিকাশ মিশ্রকে জেরা করেছে সিবিআই । এনামূলের পাশাপাশি বিনয়ও গরু পাচারের সঙ্গে সরাসরি যুক্ত বলে মনে করছেন গোয়েন্দারা ।

ABOUT THE AUTHOR

...view details