কলকাতা, 13 জুন :2014 সালের প্রাথমিকে শিক্ষক নিয়োগেও সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (CBI Enquiry Order for 2014 Primary Recruitment Case) ৷ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য এবং সচিবকে আজ বিকেল 5টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল ৷ সেই নির্দেশ মতো নিজাম প্যালেসে 5টার আগেই পৌঁছে যান পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য ৷ সেই সঙ্গে এই মামলায় প্রাথমিকে নিয়োগ হওয়া 269 জনকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে আদালত ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে এই মামলার শুনানি ছিল ৷
এই মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য এবং পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচীর বিরুদ্ধে সিবিআই-কে এফআইআর দায়ের করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ আদালতের নির্দেশ না মানলে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি এবং সচিবের বিরুদ্ধে সিবিআই যথাযথ ব্যবস্থা নিতে পারবে বলেও জানিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ৷ এ দিন পৌনে পাঁচটেয় পর্ষদ সভাপতি হাজিরা দেন ৷
অভিযোগ উঠেছিল সুপ্রিয় সরকার নামে এক প্রার্থী প্রাথমিকের টেট পাশ না করেই চাকরি পয়েছেন ৷ সেই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় ৷ শুনানিতে এ দিন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আদালতে বলা হয়, 2014 সালের প্রাথমিক টেট পরীক্ষায় একাধিক প্রশ্ন ভুল ছিল ৷ হাইকোর্টের নির্দেশেই সম্প্রতি 269 জন পরীক্ষার্থীকে সেই প্রশ্নগুলির পূর্ণ নম্বর দিয়ে পাশ করানো হয়েছে ৷ তাঁদের মধ্যে হুগলি জেলার 68 জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে ৷