পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Subires Bhattacharya: সুবীরেশ ভট্টাচার্যের 26 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজত

সিবিআই হেফাজত হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের (CBI custody for Subires Bhattacharya) ৷ এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় সোমবার তাঁকে গ্রেফতার করে সিবিআই ৷

Subires Bhattacharya
ETV Bharat

By

Published : Sep 20, 2022, 5:15 PM IST

Updated : Sep 20, 2022, 6:51 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর: এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় ধৃত সুবীরেশ ভট্টাচার্যের 26 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ। এদিন আদালতে তাঁর জামিনের আবেদন খারিজ হয় (CBI custody for Subires Bhattacharya till 26 september) ৷ এই দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে সোমবারই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করে সিবিআই (CBI arrests Subires Bhattacharya) ৷ 2014-2018 সাল পর্যন্ত তিনি স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) চেয়ারম্যান পদে ছিলেন (former SSC Chairman Subires Bhattacharya) ৷

মঙ্গলবার সুবীরেশ ভট্টাচার্যকে আলিপুর আদালতে তোলে সিবিআই ৷ সেখানে সিবিআই আইনজীবী জানান, "তদন্তে কোনওভাবেই সহযোগিতা করছিলেন না সুবীরেশ বাবু । অথচ শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে তিনিও জড়িত । অন্তত 10 দিন তাঁর সিবিআই হেফাজতের আবেদন জানানো হচ্ছে । তাঁকে হেফাজতে নেওয়া খুব গুরুত্বপূর্ণ । এই দুর্নীতিতে যে মোটা অঙ্কের টাকা-পয়সার লেনদেন হয়েছে তা এখন আর উল্লেখ করার দরকার নেই । এসএসসি'র উপদেষ্টা কমিটির সদস্য শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে গ্রেফতার করা হয়েছে । প্রচুর নথি পাওয়া গিয়েছে, সেগুলিও তদন্তের জন্য খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে ।"

সুবীরেশ ভট্টাচার্যের 26 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজত

আরও পড়ুন:এসএসসি দুর্নীতিকাণ্ডে সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করল সিবিআই

অন্যদিকে, সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবী তমাল মুখোপাধ্যায় তাঁর জামিনের আবেদন জানিয়ে আদালতে বলেন, "এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় ষড়যন্ত্র করে গ্রেফতার করেছে সিবিআই । সুবীরেশবাবুর বাড়িতে ও অফিসে তল্লাশি চালানো হয়েছে । সিবিআই কিছু উদ্ধার করতে পারেনি । তিনি একজন সৎ মানুষ । অধ্যাপক । সাধারণ জীবনযাপন করে থাকেন । সিবিআইয়ের সঙ্গে সবসময় সহযোগিতা করছেন । সিবিআই তল্লাশি চালিয়ে কোনও টাকা পায়নি । তা হলে কেন তাঁর জামিন মঞ্জুর করা হবে না?"

দু'পক্ষের সওয়াল জবাব শেষে এদিন বিচারক সুবীরেশ ভট্টাচার্যের 26 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেন ৷ এসএসসি নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি ৷ আদালতে ইডি'র জমা দেওয়া চার্জশিটে পার্থ চট্রোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের প্রায় 103 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা বলা হয়েছে । এই দুর্নীতির শিকড়ে যেতে সুবীরেশ ভট্টাচার্যকে হেফাজতে নিয়ে জেরার প্রয়োজন রয়েছে বলে এদিন আদালতে জানায় সিবিআই ৷

Last Updated : Sep 20, 2022, 6:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details